X
বুধবার, ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১

সেলেনাকে নিয়ে ভয়ে থাকেন হবু বর!

বিনোদন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮

বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন সেলেনা গোমেজ, এটা পুরনো খবর। তবে আপনি শুনে অবাক হবেন যে, বেনি নাকি তার বাগদত্তাকে নিয়ে ভয়ে থাকেন! তার মনে হতে থাকে, যেকোনও সময় সেলেনা মত পরিবর্তন করতে পারেন, ভেঙে যেতে পারে বিয়ে।

সম্প্রতি ইন্টারভিউ ম্যাগাজিনের কভার স্টোরিতে হাজির হন বেনি। সেখানে তিনি খোলামেলা আলাপ করেন সেলেনাকে নিয়ে তার ভয় আর তাদের মধ্যকার দৃঢ় বন্ধন সম্পর্কে। বেনি ব্ল্যাঙ্কো ও সেলেনা গোমেজ বেনি ব্ল্যাঙ্কো জানান, তিনি সেলেনা গোমেজকে যতটা বিশ্বাস করেন, ভালোবাসেন ও প্রশংসা করেন, সেলেনাও তার সম্পর্কে তাই ভাবেন। তাদের মধ্যে কোনও অহংকারবোধ নেই। তারা উভয়ই একে অপরের সাফল্যকে উদযাপন করেন এবং একে অপরের মঙ্গল কামনা করেন।

কিন্তু তাদের এমন দৃঢ় বন্ধন সত্ত্বেও ব্লাঙ্কো চিন্তিত যে, সেলেনা তাদের সম্পর্ক নিয়ে দ্বিধায় পড়তে পারেন।

ব্ল্যাঙ্কো বলেন, ‘আমি খুব ভীত থাকি এটা ভেবে যে, সে (সেলেনা) ঘুম থেকে উঠে কী না কী বলে উঠবে!’ বাগদানের পর সেলেনা গোমেজ ও  বেনি ব্ল্যাঙ্কো গায়িকা অবশ্য হবু বরের এমন কথা শুনে খুশিই হয়েছেন। কারণ এতে সেলেনার মনে হয়েছে, ব্ল্যাঙ্কো তার সাথেই আছেন।

সেলেনার প্রতি নিজের গভীর অনুভূতির কথা জানিয়ে ব্ল্যাঙ্কো বলেন, ‘আমি সবসময় ভাবি, কীভাবে তার (সেলেনা) জীবনকে আরও আনন্দদায়ক করে তুলতে পারি।’ সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো তিনি আরও জানান, কেবল সেলেনাকে জড়িয়ে ধরে রাখা যথেষ্ট মনে হয় না তার। একটি গভীর সংযোগ অনুভব করেন তিনি হবু স্ত্রীর প্রতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। মজা করে ব্ল্যাঙ্কো এটাকে ‘মধুর’ বলে অভিহিত করেছিলেন। এমনকি সেলেনার কারণে তিনি প্রতিক্ষণ হাসির মধ্যেই থাকেন বলে জানান।  

অন্যদিকে সেলেনা এই কথাগুলিকে গভীর স্পর্শকাতর ও রোম্যান্টিক বলে মনে করেন। সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো উল্লেখ্য, সংগীতশিল্পী জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বেনি ব্ল্যাঙ্কোতে থিতু হয়েছেন সেলেনা গোমেজ। কিছুদিন আগেই তারা বাগদান সেরেছেন।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার 

/সিবি/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!
পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!
অ্যালেন স্বপনের ‘বয়াম পাখি’ জেফার?
অ্যালেন স্বপনের ‘বয়াম পাখি’ জেফার?
খালিদ স্মরণে মুগ্ধতা ছড়ালেন টিনা রাসেল
খালিদ স্মরণে মুগ্ধতা ছড়ালেন টিনা রাসেল
আবার একসঙ্গে...
আবার একসঙ্গে...
তিন দম্পতিকে নিয়ে মিউজিক্যাল ড্রামা
তিন দম্পতিকে নিয়ে মিউজিক্যাল ড্রামা