X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

প্রথম সিনেমাতেই স্কারলেটের বাজিমাত

বিনোদন ডেস্ক
২১ মে ২০২৫, ১৪:৪৪আপডেট : ২১ মে ২০২৫, ১৫:৪৭

অভিনয়ের জন্য পেয়েছেন বিশ্বজোড়া খ্যাতি, এবার নির্মাতার খাতায় নাম লেখালেন মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসন। কানের মতো চলচ্চিত্র উৎসবে নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারের মতো বিশাল ঘটনা দিয়ে শুরু হলো তার নির্মাতা হওয়ার যাত্রা।  

কানে যে শুধু প্রিমিয়ারই হয়েছে তা নয়, স্কারলেট নির্মিত ‘এলিয়েনর দ্য গ্রেট’কে ৫ মিনিট দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানানো হয়।   

এমন একটা দারুণ ব্যাপার ঘটে গেছে যে, যারপরনাই অভিভূত এই নব্য নির্মাতা। ছবিটির  প্রিমিয়ারের সময় তার কণ্ঠে দেখা গেল সেই উচ্ছ্বাসই- ‘কানে আমার সিনেমার প্রিমিয়ারিং, এটা সত্যিই স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

‘এলিয়েনর দ্য গ্রেট’ সিনেমাটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ‘আঁ সার্তে রিগা’ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে। স্বামী কলিন জোস্টের সঙ্গে কানের লালগালিচায় স্কারলেট জোহানসন ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, এই ছবিতে জুয়ান স্কুইব, চিওয়েটেল এজিওফর এবং এরিন কেলিম্যান অভিনয় করেছেন।

ছবিটির প্রিমিয়ারের পর স্কারলেট বলেন, ‘যখন আপনি একটি স্বাধীন চলচ্চিত্র নির্মাণ করবেন, তখন আপনি অর্থ বা নাম কামানোর জন্য করবেন না। এই ছবির জন্য যারা একসঙ্গে কাজ করেছেন, তারা সবাই একত্রিত হয়েছিলেন, কারণ তারা এই সিনেমার গল্প, চিত্রনাট্য দারুণ পছন্দ করেছিলেন। এই ছবিটি অনেক কিছু্র সমাহার। এটি বন্ধুত্ব, শোক এবং ক্ষমা সম্পর্কে দর্শককে উপলব্ধি করাবে।’

‘এলিনর দ্য গ্রেট’ সিনেমায় ৯৪ বছর বয়সী এলিনরের চরিত্রে অভিনয় অভিনেতা স্কুইব। তুমুল করতালির মাধ্যমে স্ক্রিনিং শেষ হওয়ার পর, জোহানসন স্কুইবকে জড়িয়ে ধরেন। পরে তিনি তার প্রধান অভিনেতাকে উদ্দেশ্য করে বলেন, ‘এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

জোহানসন এই বছর কানে দ্বৈত ভূমিকা পালন করছেন। কারণ তিনি ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফোনিশিয়ান স্কিম’ সিনেমাতেও রয়েছেন। তিনি কান চলচ্চিত্র উৎসবের একজন অভিজ্ঞ অভিনেত্রী যিনি এর আগে ২০২৩ সালে, অ্যান্ডারসনের শেষ ছবি ‘অ্যাস্টেরয়েড সিটি’তে অভিনয় করেছিলেন এবং এই সিনেমা নিয়ে কানে এসেছলেন। এমনকি তিনি উডি অ্যালেনের দু’টি ছবি, ২০০৮ সালে ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’ এবং ২০০৫ সালে ম্যা’চ পয়েন্ট’র জন্য কানে গিয়েছিলেন।

উল্লেখ্য, স্কারলেট জোহানসন পরিচালনার পাশাপাশি কিনান ফ্লিনের সাথে ‘এলিনর দ্য গ্রে’ট প্রযোজনা করেছেন।

সূত্র: ভ্যারাইটি

/সিবি/
সম্পর্কিত
বাংলা ট্রিবিউন-এর ক্যামেরায় এবারের কান উৎসব
বাংলা ট্রিবিউন-এর ক্যামেরায় এবারের কান উৎসব
আলীর মতো গায়কদের উৎসর্গ করছি: রাজীব
আলীর মতো গায়কদের উৎসর্গ করছি: রাজীব
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
ইতিহাস গড়লেন স্কারলেট
ইতিহাস গড়লেন স্কারলেট
যুক্তরাষ্ট্রে চিত্রায়িত দুটি গানচিত্র
যুক্তরাষ্ট্রে চিত্রায়িত দুটি গানচিত্র
ব্ল্যাক ম্যাজিক নিয়ে তিশা-ইয়াশ-উর্বি
ব্ল্যাক ম্যাজিক নিয়ে তিশা-ইয়াশ-উর্বি
উপন্যাসের ৯০ বছর পূর্তিতে সিনেমা মুক্তি
উপন্যাসের ৯০ বছর পূর্তিতে সিনেমা মুক্তি