X
বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আলোকচিত্রীর দিকে তেড়ে গেলেন, পেলেন পুরস্কারও!  

বিনোদন ডেস্ক
২১ মে ২০২৫, ১৭:২৮আপডেট : ২১ মে ২০২৫, ১৮:১৪

বিশ্বের সিনেমাপ্রেমীদের চোখ এখন ৭৮তম কান ফিল্ম ফেস্টে। পোশাকের বাহার আর নিজেদের উজ্জ্বল উপস্থিতি দিয়ে চোখ ধাধিয়ে দিচ্ছেন তাবড় তাবড় তারকারা। কেউ এসেছেন নিজের সিনেমা নিয়ে, কেউ কানের লালগালিচায় শুধু নিজের স্বক্ষর রেখে যাছেন। এরইমাঝে অভিনেতা ডেনজেল ওয়াশিংটন বাধালেন এক গোল!

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে স্পাইক লির ‘হাইয়েস্ট ২ লোয়েস্ট’ ছবির জন্য হাজির হন এই অভিনেতা। সেখানেই ক্ষেপে গিয়ে এক আলোকচিত্রীর দিকে তেড়ে যান তিনি!

নিউ ইয়র্ক পোস্টের শেয়ার করা রেড কার্পেটের এক ভিডিওতে দেখা যায়, দুইবারের অস্কার বিজয়ী এই অভিনেতা একজন আলোকচিত্রীর দিকে আঙুল তুলে চিৎকার করে বলছেন, ‘স্টপ’।  

ওয়াশিংটন এগিয়ে আসার সাথে সাথে সেই আলোকচিত্রীকে দ্বন্দ্ব নিরসনের জন্য হাসতে হাসতে  অভিনেতার বাহুতে হাত রাখেন। ওয়াশিংটন নিজেকে সরিয়ে নেন এবং আবার আলোকচিত্রীকে থামতে বলেন।

জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবের আলোকচিত্রীরা তারকাদের দৃষ্টি আকর্ষণের জন্য চিৎকার করে ডাকার সময় এই ঘটনা ঘটে।

বলা প্রয়োজন, ‘হাইয়েস্ট ২ লোয়েস্ট’ প্রিমিয়ারের আগে এই অভিনেতাকে দেওয়া হয় সম্মানসূচক ‘অনারারি পাম দ’অর’ পুরস্কার।

কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমাক্স ওয়াশিংটন অভিনীত সিনেমাগুলির একটি মন্টেজও উপস্থাপন করেন। সিনেমাগুলর মধ্যে ছিল- লি পরিচালিত ‘ম্যালকম এক্স’ এবং ‘মো বেটার ব্লুজ’এবং ‘গ্লোরি’ এবং ‘ট্রেনিং ডে’। ‘গ্লোরি’ এবং ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন ডেনজেল।

‘হাইয়েস্ট ২ লোয়েস্ট’ সিনেমাটি কানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ছবিটি সাড়ে ৫মিনিটের করতালি অর্জন করেছে।   

লি পরিচালিত, ‘হাইয়েস্ট ২ লোয়েস্ট’ সিনেমাটি জাপানি পরিচালক আকিরা কুরোসাওয়ার ১৯৬৩ সালে নির্মিত ‘হাই অ্যান্ড লো’-এর ইংরেজি ভাষার রিমেক। ওয়াশিংটন এখানে জীবন-মৃত্যুর মুক্তিপণের চক্রান্তে আবদ্ধ একজন সঙ্গীত সম্রাটের চরিত্রে অভিনয় করেছেন।

উল্লেখ্য, ২২শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, ‘হাইয়েস্ট ২ লোয়েস্ট’।

সূত্র: ভ্যারাইটি   

/সিবি/
সম্পর্কিত
প্রথম সিনেমাতেই স্কারলেটের বাজিমাত
প্রথম সিনেমাতেই স্কারলেটের বাজিমাত
আমি কখনও থামবো না: টম ক্রুজ
আমি কখনও থামবো না: টম ক্রুজ
কান উৎসবে নাটালি পোর্টম্যানের মোহনীয় উপস্থিতি
কান উৎসবে নাটালি পোর্টম্যানের মোহনীয় উপস্থিতি
কান উৎসবে ফ্রেমবন্দী নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট!
কান উৎসবে ফ্রেমবন্দী নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট!
বিনোদন বিভাগের সর্বশেষ
পাকিস্তানি সিরিয়াল আমদানি নিয়ে আলভীর হুমকি
পাকিস্তানি সিরিয়াল আমদানি নিয়ে আলভীর হুমকি
‘রাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন আমাদের কাজ’
‘রাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন আমাদের কাজ’
মুক্তি পাচ্ছে সৈকত রেজার প্রথম টেলিছবি
মুক্তি পাচ্ছে সৈকত রেজার প্রথম টেলিছবি
প্রথম সিনেমাতেই স্কারলেটের বাজিমাত
প্রথম সিনেমাতেই স্কারলেটের বাজিমাত
ইব্রাহিমের সঙ্গে পরিচয় করালেন নিরব
ইব্রাহিমের সঙ্গে পরিচয় করালেন নিরব