X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

আজম খান স্মরণে বামবা’র আয়োজন

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ১৩:০২আপডেট : ০৩ জুন ২০১৬, ১৭:২৯

বামবা, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড’স অ্যাসোসিয়েশন। দেশীয় সংগীতের সবচেয়ে পুরনো সংগঠন। প্রয়াত সংগীত কিংবদন্তি আজম খানকে সম্মান ও স্মরণ করতে দারুণ এক আয়োজন করেছেন সংগঠনটি।
আজম খান (২৮শে ফেব্রুয়ারি ১৯৫০- ৫ই জুন ২০১১)।আর এটির জন্য সংগঠনের কর্তারা দিন হিসেবে বেছে নিয়েছেন ৫ জুন ২০১৬। দীর্ঘ রোগভোগের পর ২০১১ সালের যে দিনটিতে না ফেরার দেশে চলে যান পপগুরু আজম।
এদিন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ভবনে এ অনুষ্ঠান হবে।
মেইল বার্তায় বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও ওয়ারফেইজ ব্যান্ডের প্রধান শেখ মনিরুল আলম টিপু।
তিনি জানান, ওই স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আজম খানের মেজো ভাই সুরস্রষ্টা আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আসাদ চৌধুরী ও গণসংগীতশিল্পী ফকির আলমগীর। এ ছাড়াও অংশ নেবেন বামবা’র সদস্যরা।
টিপু বলেন, ‘আজম খান আমাদের গুরু। তিনি এই দেশে পপ-রক-ব্যান্ড সংগীত প্রচারের প্রথম নায়ক। তিনি আমাদের প্রতিটি শিল্পীদের হৃদয়ে বেঁচে আছেন। আছেন অজস্র গানপাগল মানুষের হৃদয়ে। মূলত এই অনুভূতিগুলো সেদিন কথা-গানে আমরা ভাগাভাগি করবো একে অপরের সঙ্গে।’
প্রসঙ্গত, পপগুরু-বীর মুক্তিযোদ্ধা আজম খানের কর্মজীবন শুরু ষাটের দশকের শুরুতে। মহান মুক্তিযুদ্ধের রণক্ষেত্র থেকে ফিরে তার ব্যান্ড উচ্চারণ পপ ধারার সংগীত ও জীবনঘনিষ্ঠ কথা দিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
/এমএম/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর