X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিরবের একটু শুটিং অনেকটা বিশ্রাম!

বিনোদন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২১

দুই সহশিল্পী ও পরিচালকের সঙ্গে আড্ডা। বিদেশে কেমন চলছে শুটিং? ফেসবুক ইনবক্সে প্রশ্নটা করা হয়েছিল সদ্য বলিউডের ছবিতে কাজ শুরু করা অভিনেতা নিরব হোসাইনকে। তার নতুন ছবি ‘বালা’র কাজে তিনি এখন ভারতের বেঙ্গালুরুতে।

নিরব জানালেন, সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে তার।
বললেন, ‘হুট করে ঠাণ্ডা আবাহাওয়ায় এসে পড়ায় একটু সমস্যা হয়েছে। ১৯-২০ ডিগ্রি তাপমাত্রা খুব বেশি মনে না হলেও আমাকে ভোগাচ্ছে বেশ। কারণ, আমি একেবারে ঢাকার গরম থেকে এখানে এসে নেমেছি।’
তাই শুটিংয়ের চেয়ে গেল ক'দিন হিটার জ্বালানো বাংলোতেই বেশি সময় কাটছে নিরব ও ‌‘বালা' সদস্যদের। সহশিল্পী ও পরিচালকের সঙ্গে চুটিয়ে আড্ডা, চিত্রনাট্য নিয়ে গবেষণা আর সেলফি-ছবি তুলছেন সকাল-সন্ধ্যা।
কাজের বিষয়ে নিরব বলেন, ‘এত সুন্দর একটি জায়গায়। ভেবেছিলাম প্রতিদিন সকাল থেকে শুরু করে শুটিংয়ের অনেকদূর এগিয়ে ফেলবো। সেখানে এই ৪/৫ দিনে দৃশ্য করেছি মাত্র একটা! তবে পরিচালক আগেই বলেছিলেন, কয়েকদিন কাজ না করতে। কালকে (আজ রবিবার) আবার বিশ্রাম পাচ্ছি। এরমধ্যেই হয়তো সুস্থ হয়ে যাবো।’
বিশ্রামের ফাঁকে নিরবের ফটোশুট। বেঙ্গালুরু শহরে ‘বালা’র দৃশ্যধারণ হবে টানা ২৬ দিন।
ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ভারতীয় কবিতা রাধেশ্যাম ও পাকিস্তানি মিরা খান।
পরিচালনা করছেন বলিউড ও তামিল ছবির পরিচালক ফয়সাল সাইফ।
‘বালা' ছবিটি মূলত শিয়া-সুন্নি সংস্কৃতি এবং তার বিতর্কিত সমঝোতা নিয়েই তৈরি হচ্ছে। ছবিটির কাজ চলতি বছরেই শেষ করার কথা রয়েছে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার