X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের মুক্তিযুদ্ধ মালায়লাম ছবিতে

বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৭, ১৭:৩০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৭:৩৫

বাংলাদেশের মুক্তিযুদ্ধ মালায়লাম ইন্ড্রাস্ট্রিতে বাংলাদেশের দশর্কের কাছে মোহনলাল খুব একটা পরিচিত নাম নয়। তবে ভারতের প্রভাবশালী চলচ্চিত্র শিল্প মালায়লামের সুপারস্টার তিনি!
‘দৃশ্যম’ খ্যাত এ তারকার হাত ধরেই এবার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সে ইন্ড্রাস্ট্রিতে প্রবেশ করতে যাচ্ছে।
ছবির নাম ‌‘১৯৭১ বিয়ন্ড বর্ডারস’। এতে মূলত মুক্তিযুদ্ধের শেষ দিকের অংশটুকু তুলে ধরা হয়েছে।
ছবির চরিত্র সম্পর্কে জানা যায়, এতে মোহনলাল দুটি চরিত্রে অভিনয় করেছেন। একটিতে তিনি ভারতীয় মেজর ও অপরটিতে মেজরের বাবা কর্নেলের ভূমিকায় অভিনয় করেছেন।
এতে আরও আছেন অভিনেত্রী আশা সরাথ ও বলিউড অভিনেতা অরুনোদয় সিং। পরিচালনা করেছেন রবি।
গত ২৪ জানুয়ারি ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবসে ছবিটির প্রথম লুক প্রকাশ করেন নায়ক মোহনলাল। তবে বরাবরের মতোই ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তান যুদ্ধ’ বলেই তুলে ধরা হয়েছে এই ছবিটিতে। যেখানে বাংলাদেশের নাম প্রায় উহ্যই থেকে যাচ্ছে।
জানা গেছে, এই সিনেমায় মুক্তিযুদ্ধের শেষ ১০ দিন অর্থাৎ ৬ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, সাম্প্রতিক ভারতের ‘গুন্ডে’, ‘দ্য ঘাজি অ্যাটাক’ (মুক্তি প্রতীক্ষিত) ছবিতেও একইভাবে মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তান যুদ্ধ’ হিসাবে উপস্থাপন হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!