X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কনসার্টে হৃদরোগে আক্রান্ত ভক্ত, গান থামালেন অ্যাডেল

বিনোদন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ১৫:৫৮আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৬:০১

কনসার্টে হৃদরোগে আক্রান্ত ভক্ত, গান থামালেন অ্যাডেল সিডনি কনসার্টে গান গাইছিলেন গ্র্যামিজয়ী পপ তারকা অ্যাডেল। এমন সময় সামনের সারিতে থাকা এক নারী হঠাৎ অসুস্থ বোধ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল পর্যন্ত যেতে হয় তাকে। এই সময় কনসার্ট থামিয়ে দেন অ্যাডেল ও আয়োজক কর্তৃপক্ষ।

১০ মার্চের ওই কনসার্টে এমন অপ্রীতিকর অবস্থা অবশ্য থামিয়ে দিতে পারেনি কনসার্টকে। ৪৭ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় অনুষ্ঠান। তবে পূর্বনির্ধারিত আতশবাজি ফোটানো হয়নি আর।

এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন ওই নারী। একটা সময় তিনি অজ্ঞান হয়ে গেলে ধরে ফেলেন নিরাপত্তা কর্মকর্তারা। কিন্তু কনসার্টে দায়িত্ব পালন করা মেডিকেল কর্মীরা আসতে অনেক দেরী করেন।

তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ১৫-২০ মিনিট পর অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়।

এই ঘটনায় বাকিটা সময় মন খারাপ ছিলো অ্যাডেলের । তার কনসার্টে আসা এক ভক্ত বলেন, অ্যাডেল আগের মতো উৎফুল্ল ছিলো না।  ঘটনার পর অ্যাডেল ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘দুঃখিত আমি আসলে সব চমক নষ্ট করে দিলাম। একজন অসুস্থ হয়ে পড়লো। আমি খুবই ভীত।’

অনলাইনে পাওয়া ভিডিওতে দেখা যায় অ্যডেল স্টেজ থেকে টি-শার্ট ছুঁড়ছেন। একই সঙ্গে যারা ধরতে পারছেন তাদের জন্য ২০ ডলার পুরস্কারও দিচ্ছেন। তবে এটা ওই নারীর হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে না পরে সেটা জানা যায়নি।

আসন্ন জুন-জুলাইয়ে ‍যুক্তরাজ্যে শো করবেন অ্যাডেল।

সূত্র: বিবিসি

/এফইউ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা