X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জাস্টিন বিবারের নিরাপত্তায় সালমানের দেহরক্ষী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মে ২০১৭, ২০:০৮আপডেট : ০৬ মে ২০১৭, ২০:১১

কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের ভারত সফরকালে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন আয়োজকরা। তার সামগ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণে নিয়োজিত থাকছেন সালমান খানের বিশ্বস্ত দেহরক্ষী শেরা।

মাঝে শেরা শেরার প্রকৃত নাম গুরমিত সিং জলি। সালমানের সঙ্গে তার গত দুই দশকের ঘনিষ্ঠতা।

বৈশ্বিক সফরের অংশ হিসেবে আগামী ৭ মে ভারত আসছেন জাস্টিন বিবার। ১০ মে মুম্বাইয়ের এক কনসার্টে অংশ নেবেন ‘বেইবি’-খ্যাত এ শিল্পী। ভারত সফরে তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে শেরার নিরাপত্তা সংস্থা ‘টাইগার সিকিউরিটিজ’। এর আগেও প্রতিষ্ঠানটি মাইকেল জ্যাকসন, প্যারিস হিলটনসহ আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা বিভিন্ন শিল্পীর নিরাপত্তায় কাজ করেছে।

মুম্বাইয়ের কনসার্ট ছাড়াও দিল্লী, আগ্রা এবং জয়পুর ভ্রমণে জাস্টিন বিবারের নিরাপত্তা নিশ্চিত করবে শেরা এবং তার নিরাপত্তা সংস্থা।

জাস্টিন বিবারের নিরাপত্তা পর্যবেক্ষণে শেরার দায়িত্ব পাওয়ার খবরে খুশি সালমান খানও। তিনি বলেছেন, ‘শেরা পাশে থাকলে জাস্টিন বিবার নিজের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন। কারণ শেরা একজন নির্ভরযোগ্য মানুষ এবং সে নির্বোধ নয়। হলফ করে বলতে পারি, ভারতে তিনি একজন চমৎকার পেশাদার মানুষ।’

সূত্র: বলিউড মান্ত্রা

/এমপি/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র