X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অবশেষে শিল্পীরা পেলেন পরিচয়পত্র

বিনোদন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৭, ২১:৩৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৪:১৯

অবশেষে শিল্পীরা পেলেন পরিচয়পত্র বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ এবং অতিকাঙ্ক্ষিত। কারণ অভিনয়শিল্পীদের এতকাল ছিলো না কোনও পরিচয়পত্র! অথচ বরাবরই তাদের শুটিং করতে হয় রাত-বিরেতে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে-ফিরে। ফলে অভিনয় অঙ্গনে এই নিয়ে ছিল চাপা ক্ষোভ আর সংগঠনের নেতাদের প্রতি ছিল সাধারণ শিল্পীদের প্রত্যাশার চাপ।
১৩ অক্টোবর সেই ক্ষোভ আর চাপ মিশে গেল সবার মনে। এদিন অভিনয় শিল্পী সংঘ দেশের প্রায় পাঁচ শতাধিক অভিনয়শিল্পীকে অফিসে ডেকে ছবিযুক্ত পরিচয়পত্র হাতে তুলে দিলো।
এমনটাই জানালেন সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু।
অবশেষে শিল্পীরা পেলেন পরিচয়পত্র তিনি বলেন, ‌‘শিল্পীদের স্বাভাবিক জীবনের নিরাপত্তার স্বার্থে এই পরিচয়পত্র ব্যবহার করা হবে। কতজন শিল্পী অভিনয় করছেন তারও একটা সঠিক হিসাব থাকবে। সবমিলিয়ে আমাদের মধ্যে একটা স্বস্তি আর শৃঙ্খলা ফিরবে এই পরিচয়পত্রের মাধ্যমে, সেটাই প্রত্যাশা করছি।’
সাচ্চু আরও জানান, অনেক সময় ঢাকার বাইরে থেকে শুটিং শেষে ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিল্পীদের নানা রকম হয়রানি করেন। কারণ, তারা সব শিল্পীকে মুখ দেখে না ও চিনতে পারেন। এই পরিচয়পত্র সেই দুর্ভোগ থেকে শিল্পীদের রক্ষা করবে।
শুধু তাই নয়, শিল্পীরা এই পরিচয়পত্রের মাধ্যমে ল্যাবএইড হাসপাতাল, স্বপ্নসহ বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিশেষ সেবা পাবেন।
এদিকে ১৩ অক্টোবর দিনভর অভিনয় শিল্পী সংঘের নিকেতনের অফিসে এই পরিচয়পত্র গ্রহণের জন্য সর্বস্তরের অভিনয়শিল্পীদের ঢল নামে। মেতে উঠেন আড্ডা, সেলফি আর ফেসবুক পোস্ট-এ। অবশেষে শিল্পীরা পেলেন পরিচয়পত্র

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’