X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ক্রন্দনরত এক মায়ের কাহিনি

বিনোদন ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ০৯:১০আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৫:৩১

‘দ্য কার্স অব লা লোরোনা’-এর একটি দৃশ্যে মা ও তার সন্তান ভৌতিক সিনেমার ভক্তরা এবার নড়েচড়ে বসতে পারেন। আজ, ১৯ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ভয়ঙ্কর ভৌতিক সিনেমা ‘দ্য কার্স অব লা লোরোনা’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে ছবিটি।
মাইকেল কেভস পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন লিন্ডা কারডেলিনি, রেমন্ড ক্রুজ, প্যাট্রিসিয়া ভ্যালাসকেজসহ আরও অনেকে।
দক্ষিণ আমেরিকার লোককাহিনিতে লা লোরোনা এক ক্রন্দনরত মা, যে তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য কাঁদে। মেক্সিকো থেকে চিলি পর্যন্ত ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশে ভীতিকর গল্প এটি।
কী করে তার বাচ্চা হারিয়ে গিয়েছিল তার গল্প একেক দেশে একেক রকম। বেশিরভাগ গল্পেই একই ধরনের কিছু বিষয় আছে। এক গল্পে আছে যে, এক মহিলা তার থেকে ধনী পুরুষকে বিয়ে করেছিল, উপেক্ষিত আর পরিত্যক্ত হওয়ার পর তার রাগ উপশম করতে চেয়েছিল নিজের বাচ্চাটিকে ডুবিয়ে মেরে ফেলে। পরে তার এই সিদ্ধান্তে অনুতপ্ত হয়েছিল।
আরেক সংস্করণে জানা যায়, একজন চঞ্চল তরুণীর কথা। যে তার বাচ্চাকে নদীর ধারে একটা পাথরে রেখে নাচ করতে যায়। এসে দেখে নদীর পানি বেড়ে তার বাচ্চাকে ভাসিয়ে নিয়ে গেছে। তাই সেই মহিলা নদীর কাছে থাকে, আর সবাইকে জিজ্ঞাসা করে তার বাচ্চাকে কেউ দেখেছে কি না।
এমনই এক লোককাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য কার্স অব লা লোরোনা’। এতে অ্যানা গার্সিয়া নামে এক মার্কিন সমাজকর্মীকে তার দুই সন্তানকে নিয়ে ভয়ঙ্কর সব ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হতে দেখা যাবে।
ছবিটির ট্রেলার:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!