X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

যে কারণে অনন্ত জলিলের এমন লুক

বিনোদন রিপোর্ট
২১ মে ২০১৯, ১৪:৪০আপডেট : ২১ মে ২০১৯, ১৬:৫৫

অনন্ত জলিলের নতুন লুক লম্বা চুল, মুখভর্তি দাড়ি, নবাবী গোঁফ- এটা চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের নতুন লুক। আর এভাবেই তাকে দেখা যাবে নতুন চলচ্চিত্র ‌‘দ্বীন: দ্য ডে’-তে।
পরিবর্তন আছে পোশাকেও। গায়ে কালো রঙের চাদর ও চোখে সানগ্লাস। দৃষ্টি বোঝা ভার।
গতকাল (২০ মে) এই চিত্রনায়ক তার অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন। অনন্ত বলেন, ‘‘দ্বীন: দ্য ডে’-এর নতুন লুক আমার এটাই।’’
ছবিটিতে বেশ কিছু গোপন মিশনে অংশ নেন এ চিত্রনায়ক। তাই একপর্যায়ে তাকে এমন অচেনা বেশভূষায় দেখা যাবে।
এর আগে, ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভূমি এলাকা, ঢাকার হাতিরঝিল ও তিনশ ফিটে ছবির শুটিং করেন অনন্ত জলিল। এরই মধ্যে এই ছবির বেশ কিছু লুক প্রকাশিত হয়েছে।
‘দ্বীন: দ্য ডে’ ছবিটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এটির পরিচালক মুর্তজা অতাশ জমজম।
ছবিটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে। ইরান, আফগানিস্তান ও বাংলাদেশ ছাড়াও এই ছবির শুটিং হবে লেবানন ও সিরিয়ায়। এরমধ্যে ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্ত’র স্ত্রী নায়িকা বর্ষা, বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর। এছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন।
বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ফারসি, আরবি ও ইংরেজিতে মুক্তি দেওয়া হবে। এটি মুক্তি পেতে পারে চলতি বছরের শেষ সপ্তাহে অথবা ২০২০ সালের শুরুর দিকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘ডিউন’ সিরিজে টাবু
‘ডিউন’ সিরিজে টাবু
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!
কান উৎসব ২০২৪এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!