X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

হাটের ইজারাদার অপূর্ব, গরুর ব্যাপারী মম!

বিনোদন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ১০:২৭আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৫:৫৬

একটি দৃশ্যে মম ও অপূর্ব

কোরবানির ঈদ, তাই নাটকেও থাকছে তার ছটা। যেমনটা সচরাচর ঘটে না। এবার তেমনই একটি কাজে দেখা যাবে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মমকে।
এখানে তারা দুজনই ব্যবসায়ী। নাটকে দেখা যাবে কোরবানির ঈদ সামনে রেখে পশুর হাটের ইজারা নিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আর সেই হাটের গরুর ব্যাপারী জাকিয়া বারী মম!
যেমন চরিত্র তেমনই দুজনের গেটআপ।
এমনই এক গল্প নিয়ে এ সপ্তাহে নির্মিত হলো নাটক ‘লায়লা মজনুর কোরবানি’। এটি নির্মাণ করছেন এস এ হক অলিক।
কাজটি প্রসঙ্গে মম বাংলা ট্রিবিউনকে বললেন, ‘দর্শক রোমাঞ্চিত হতে চায়, ভালোবাসার গল্প দেখতে চায়। আর অপূর্ব-মম জুটিকে দর্শক গত পাঁচ বছর ধরেই পছন্দ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় এই বিশেষ নাটকটি হলো। একেবারে ভিন্ন একটি গল্প। আমাদের দুজনের চরিত্র বেশ নতুন। যেমন চরিত্র সচরাচর টিভি পর্দায় দর্শকরা দেখেন না। আমার ধারণা, দর্শকরা খুব আরাম পাবেন কাজটি দেখে।’
এদিকে পরিচালক এসএ হক অলিক বলেন, ‘এটা মূলত হাসির নাটক। সঙ্গে রাখা হয়েছে আমাদের সামাজিক অসঙ্গতি। হাসি-আনন্দের মধ্যে যেন আমরা আমাদের শুধরে নিতে পারি, সেই বার্তাটি রেখেছি।’
জানা যায়, ১০ ও ১১ জুলাই রাজধানীর তিনশ ফিটে নাটকটির শুটিং হয়েছে।
অপূর্ব-মমর পাশাপাশি ‘লায়লা মজনুর কোরবানি’ নাটকে আরও অভিনয় করেছেন শ্যামল জাকারিয়া, স্মরণ সাহাসহ অনেকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!