X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সাফা কবিরের মুখোমুখি নুহাশ হ‌ুমায়ূন ও প্রীতম হাসান

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ১৮:৫৫আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০০:০০

আড্ডার ফাঁকে প্রীতম, সাফা ও নুহাশ

নুহাশ হ‌ুমায়ূন, প্রীতম হাসান ও সাফা কবির—তিনজনের কাজের পরিধি আলাদা। নুহাশ নির্মাতা, প্রীতম গানের মানুষ, সাফা অভিনয়ের।
তবে ক্ষেত্রবিশেষে এই ত্রয়ী একসঙ্গেও কাজ করেন। তারচেয়ে বড় বিষয়, কাজের বাইরে তারা তিন জনই বেশ ভালো বন্ধু।
এবার এই তিন জনকে নিয়ে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ ঈদ আড্ডা ‘ইয়ুথ আইকন’। একসঙ্গে ‘৭০০ টাকা’, ‘খোকা’, ‘আমি আমার মতো’- এরকম বেশ কিছু জনপ্রিয় কাজ করার কারণে নুহাশ-প্রীতমের রসায়নও চমৎকার। সংগীতশিল্পী প্রীতমকে অভিনেতা হিসেবে সবার সামনে তুলে ধরেছেন নুহাশ হুমায়ূনই। আর এ কারণেই তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সঞ্চালকের আসনে বসে তাদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগটি মিস করতে চাননি।
সাফা বলেন, ‘হ‌ুমায়ূন স্যারের সন্তান হয়েও নুহাশ অল্প সময়েই নিজের আলাদা একটি জায়গা তৈরি করছেন। একইভাবে প্রীতম হাসানের গানে গুণী বাবা খালিদ হাসান মিলুর ছাপ পাওয়া যায় না বললেই চলে। আর এই দুজনের সঙ্গে আড্ডা দেওয়া মানেই সারাক্ষণ হাসি-ঠাট্টা করা। তবে আমরা চেষ্টা করেছি মজার এই আড্ডার মাধ্যমে তরুণ প্রজন্ম যাতে অনুপ্রেরণার উৎস খুঁজে পান।’
রুম্মান রশীদ খানের গ্রন্থনায় ‘ইয়ুথ আইকন’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন (১৭ আগস্ট) রাত ৮টায়, মাছরাঙা টেলিভিশনে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!