X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অর্ণবের নতুন খবর!

বিনোদন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০১

অর্ণব ও সুনিধি। অর্ণবের সঙ্গে ব্যান্ডে থাকছেন তিনিও ২০১৫ সালে অর্ণবের অ্যালবাম ‘খুব ডুব’ প্রকাশিত হয়েছিল। এরপর প্রায় নিজেই ‘ডুব’ দিয়েছিলেন তিনি। তারপর চলতি বছরের ১ মার্চ ‘অর্ণব আনপ্লাগড ২০১৯’ কনসার্ট দিয়ে গানে নিয়মিত হন দুই বাংলার জনপ্রিয় এই তারকা।
এবার তিনি আবারও ঢাকায় কনসার্টের ঘোষণা দিয়েছেন। আগামী ২৮ সেপ্টেম্বর এটি অনুষ্ঠিত হবে। তবে এবারেরটা বেশ আলাদা বলে দাবি করলেন অর্ণব।

তার ভাষ্যটা এমন, ‘আমি তো মঞ্চে সাধারণত গিটার নিয়ে একাই গান গাই। বা সঙ্গে দু’একজনকে নিয়ে পরিবেশন করি। এবার একেবারে আলাদাভাবে আসবো। পুরো ব্যান্ড নিয়ে। এছাড়াও আরও কিছু চমক থাকবে এতে।’ সৌম্যদ্বীপ অর্ণব ও সুনিধি

আয়োজনটির নাম রাখা হয়েছে ‘হারিয়ে যাইনি তবু..’। কনসার্ট প্রসঙ্গে অর্ণব আরও বলেন, ‘এখানে আমার জনপ্রিয় গানের পাশাপাশি অপ্রকাশিত ও নতুন গান গাইবো। পাশাপাশি আমার ব্যান্ড মেম্বাররা থাকবেন।’
অর্ণব বেশ কিছু দিন ধরে শান্তিনিকেতন ও পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে কনসার্ট করেছেন। যেখানে বাংলাদেশের দু’-একজনসহ সেখানকার সৌম্যদ্বীপ ও সুনিধি নায়েককে দেখা গেছে। এমনকি সুনিধির সঙ্গে কয়েকটি টিভি অনুষ্ঠানেও উপস্থিত হয়েছিলেন অর্ণব। সেখানে তারা জানিয়েছিলেন নতুন ব্যান্ডের কথা। জানা গেছে, আগামী কনসার্টেও তারা থাকছেন।

আয়োজনটি আগামী ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় হবে। চলবে রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। আর এর জন্য টিকিট সংগ্রহ করা যাবে https://xirconium.com/ ঠিকানা থেকে।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)