X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সিরিজ বিজ্ঞাপনে জুটি বাঁধলেন শুভ-নাবিলা

বিনোদন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২২

সিরিজ বিজ্ঞাপনে জুটি বাঁধলেন শুভ-নাবিলা ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত চিত্রনায়ক আরিফিন শুভ আর ‘আয়নাবাজি’র মাসুমা রহমান নাবিলা। দুজনেই সমান জনপ্রিয়। এবারই প্রথম জুটি বাঁধলেন তারা।
তবে চলচ্চিত্রে নয়, বিজ্ঞাপনচিত্রে। ওয়ালটনের একটি সিরিজ বিজ্ঞাপনে এই জুটিকে দেখবেন দর্শকরা। প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স নিয়ে বিজ্ঞাপনগুলো নির্মিত হচ্ছে। যার মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, রাইস কুকার, ব্লেন্ডার ইত্যাদি। নির্মাণ করছেন তৌহিদ মিটুল।
বিজ্ঞাপনগুলো নির্মাণের সার্বিক ব্যবস্থাপনায় আছেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান চিত্রনায়ক আমিন খান।
পরিচালক মিটুল জানান, এসব বিজ্ঞাপনে শুভ-নাবিলাকে আধুনিক দম্পতি হিসেবে দেখানো হচ্ছে। তিনটি রোমান্টিক গল্পের সমন্বয়ে বিজ্ঞাপনগুলো নির্মিত হচ্ছে। ৯ সেপ্টেম্বর থেকে বিএফডিসির ৪নং ফ্লোরে শুটিং শুরু হয়েছে। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
সিরিজ বিজ্ঞাপনে জুটি বাঁধলেন শুভ-নাবিলা এ প্রসঙ্গে নির্মাতা তৌহিদ মিটুল বলেন, ‘ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের এসব বিজ্ঞাপন অত্যন্ত যত্ন নিয়ে নির্মাণ করার চেষ্টা করছি। শুভ-নাবিলার ভালো সাপোর্ট পাচ্ছি। আশা করছি শিগগিরই দেশের সব টেলিভিশন চ্যানেল ছাড়াও ওয়ালটনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শকরা বিজ্ঞাপনগুলো দেখতে পাবেন।’
এদিকে আরিফিন শুভ বলেন, ‘এই প্রথম কোনও সিরিজ বিজ্ঞাপনে কাজ করছি। এক দম্পতির জীবনের চমৎকার কিছু মুহূর্ত তুলে ধরা হচ্ছে এগুলোতে। ওয়ালটন নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। আমাদের সবার কাছে আস্থার আরেক নাম এই ব্র্যান্ড।’
নাবিলা বলেন, ‘এর আগেও ওয়ালটনের সঙ্গে আমি কাজ করেছি। তবে শুভর সঙ্গে এই প্রথম কাজ করা। এই কাজগুলো একটু ভিন্ন ধরনের। বেশ চমৎকার। আশা করছি দর্শকরাও পছন্দ করবেন।’ সিরিজ বিজ্ঞাপনে জুটি বাঁধলেন শুভ-নাবিলা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা