X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকার মঞ্চে ফিলিস্তিনি উদ্বাস্তুদের গল্প

বিনোদন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪০

ঢাকার মঞ্চে ফিলিস্তিনি উদ্বাস্তুদের গল্প অসংখ্য ভাগ্য বিড়ম্বিত মানুষের মতোই আবু কায়েস, আসাদ ও মারওয়ানের জীবন। তবে দুর্ভোগের জীবন ছেড়ে ফিলিস্তিন থেকে স্বপ্নের কুয়েতে পাড়ি জমাতে চায় তারা।
তিনজন বয়সে এবং প্রজন্মে আলাদা হলেও এক জায়গায় মিল তাদের, তারা সবাই বিড়ম্বিত উদ্বাস্তু।
এমন গল্প নিয়ে উপন্যাস লিখেছেন ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানি। যার নাম ‘মেন ইন দ্য সান’। আর এটি অবলম্বনে ঢাকার মঞ্চে আসছে প্রাচ্যনাটের নতুন নাটক ‘পুলসিরাত’। এর অনুবাদ করেছেন মাসুমুল আলম, নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
১৩ সেপ্টেম্বর এর উদ্বোধনী মঞ্চায়ন হবে বলে জানিয়েছে নাট্যদল প্রাচ্যনাট।
বেইলী রোডের ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে (মহিলা সমিতি) প্রথম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। একই মঞ্চে একইদিনে রাত ৮টায় হবে দ্বিতীয় মঞ্চায়ন।
নির্দেশক ইমন জানান, ‘এ নাটকে তিন জন মানুষের জীবন যুদ্ধ তুলে ধরা হয়েছে। নাটকের সঙ্গে কোনও ধর্মীয় ব্যাপার নেই। কিন্তু ভাগ্য অন্বেষণের তাড়নায় মানুষগুলো শেষপর্যন্ত শান্তির ঠিকানা পাবে কিনা সেটা এই নাটকে বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি।’
এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, জার্নালসহ অনেকে।  
‘পুলসিরাত’ প্রাচ্যনাটের ৩৫ তম প্রযোজনা। নাট্য সংগঠনটি জানায়, এখন থেকে নিয়মিত এর মঞ্চায়ন হবে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া