X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

দেশের ৪০ প্রেক্ষাগৃহে টলিউডের বনি-কৌসানী

বিনোদন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৯, ১৪:১৫আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৭:০৫

দেশের ৪০ প্রেক্ষাগৃহে টলিউডের বনি-কৌসানী এ সপ্তাহের (২২-২৮ নভেম্বর) ছবি হিসেবে দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টলিউডের ‘জানবাজ’। বনি সেনগুপ্ত ও কৌসানী মুখার্জি অভিনীত এই ছবিটি বাংলাদেশে এসেছে সাফটা চুক্তির আওতায়।
ছবিটি আমদানি করেছে ঢাকার হার্টবিট প্রডাকশন। বিনিময়ে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মনে রেখো’ ছবিটি গেছে ওপারে।
হার্টবিটের কর্ণধার তাপসী ফারুক বলেন, ‘‘বেছে বেছে দেশের বড় বড় সিনেমা হলগুলোতে ‘জানবাজ’ মুক্তি দিয়েছি। আশা করছি, ভালোই যাবে ছবিটি।’’
গেল ২৫ অক্টোবর দিওয়ালি উৎসবে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘জানবাজ’। একটি কয়লার খনিকে কেন্দ্র করে এ সিনেমার গল্প। প্রযোজনা করেছে ইকো এন্টারটেইনমেন্টে। সিনেমাটি পরিচালনা করেছে অনুপ সেনগুপ্ত। সম্পর্কে যিনি নায়ক বনি সেনগুপ্তর বাবা। সে হিসেবে ‘জানবাজ’-এর মাধ্যমে দর্শক পেয়েছেন বাবা-ছেলের প্রথম সিনেমা। এতে কৌসানী ছাড়াও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ।
ট্রেলার:

প্রযোজক-পরিবেশক তাপসী ফারুক জানান, ছবিটি ঢাকার মধ্যে মধুমিতা, বলাকা, জোনাকি, বিজিবি, চিত্রামহল, এশিয়া, পুনম, পূরবী ও আনন্দতে চলছে। ঢাকার বাইরে যশোরের মণিহার, সিলেটের নন্দিতা ও বিজিবি, রংপুরের শাপলা, খুলনায় চিত্রালী, ডেমরার রানী মহল, কাঁচপুরের চাঁদ মহল, মুক্তারপুরের পান্না, ভৈরবের দর্শন, জয়দেবপুরের বর্ষা, বরিশালের অভিরুচি, নারায়ণগঞ্জের গুলশান, ময়মনসিংহের ছায়াবানীসহ মফস্বলের বেশিরভাগ বড় হলগুলোতে চলছে ‘জানবাজ’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!