X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গোল্ডেন গ্লোবসের মনোনয়নে নেটফ্লিক্সের আধিপত্য

বিনোদন ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৯, ১৫:৩২আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৮

(বাঁ থেকে) ম্যারেজ স্টোরি, দ্য আইরিশম্যান, জোকার, নাইভস আউট বিতর্কের জন্ম দিলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৭তম আসরের মনোনয়ন তালিকা। সেরা পরিচালক বিভাগে কোনও নারী নির্মাতা ঠাঁই পাননি। এছাড়া মনোনীতদের বেশিরভাগই শ্বেতাঙ্গ। সোমবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি লরেঞ্জো সোরিয়া মনোনয়ন তালিকা ঘোষণা করেন।
নেটফ্লিক্সের ‘ম্যারেজ স্টোরি’ সর্বাধিক ছয়টি মনোনয়ন পেয়েছে। এতে অভিনয়ের জন্য স্কারলেট জোহানসন সেরা অভিনেত্রী (ড্রামা) ও অ্যাডাম ড্রাইভার সেরা অভিনেতা (ড্রামা) বিভাগে মনোনীত হয়েছেন। এছাড়া চিত্রনাট্য বিভাগের মনোনয়নও এসেছে ছবিটির ঘরে। তবে পরিচালক নোয়া বাউমবাক নেই তালিকায়।
নেটফ্লিক্সের আরেক ছবি মার্টিন স্করসেজির ‘দ্য আইরিশম্যান’ ও ষাটের দশকের প্রেক্ষাপটে নির্মিত কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড’ পেয়েছে পাঁচটি করে মনোনয়ন। সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন দু’জনই। এ বিভাগে মনোনীত অন্য তিন নির্মাতা হলেন বঙ জুন হো (প্যারাসাইট), স্যাম মেন্ডেস (১৯১৭) ও টড ফিলিপস (জোকার)। কিন্তু নারী পরিচালকদের উপেক্ষা করায় সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 
বছরের আলোচিত ছবি ‘জোকার’-এর জন্য সেরা অভিনেতা (ড্রামা) বিভাগে মনোনয়ন পেয়েছেন ওয়াকিন ফিনিক্স। আরেক প্রশংসিত ছবি ‘দ্য আইরিশম্যান’-এর জন্য রবার্ট ডি নিরোর কপালে মনোনয়ন জোটেনি। তবে ছবিটির জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন আল পাচিনো ও জো পেস্কি।


টেলিভিশনে সেরা কাজের জন্যও গোল্ডেন গ্লোবস পুরস্কার দেওয়া হয়ে থাকে। চলচ্চিত্র ও ছোট পর্দা মিলিয়ে নেটফ্লিক্সের নামের পাশে আছে ১৭টি মনোনয়ন। এই প্রতিষ্ঠানের ‘দ্য ক্রাউন’ ও ‘আনবিলিভেবল’-এর মতো এইচবিওর ‘চেরনোবিল’ চারটি করে মনোনয়ন পেয়েছে টেলিভিশন বিভাগে। ‘দ্য মর্নিং শো’র মাধ্যমে প্রথমবার মনোনয়ন তালিকায় ঢুকলো অ্যাপল টিভি প্লাসের নাম।
হলিউডে গোল্ডেন গ্লোবস দিয়ে পুরস্কার মৌসুমের ঘণ্টা বাজে! অস্কারের মধ্য দিয়ে এর সমাপ্তি হয়। সেজন্যই গোল্ডেন গ্লোবসকে ভাবা হয় অস্কারের পূর্বাভাস! বেভারলি হিলসে ৭৭তম গোল্ডেন গ্লোবস বিতরণ অনুষ্ঠিত হবে সামনের বছরের ৫ জানুয়ারি। এর দুই দিন পর ঘোষণা করা হবে অস্কারের মনোনয়ন তালিকা।  
‘জোকার’ ছবিতে ওয়াকিন ফিনিক্স ৭৭তম গোল্ডেন গ্লোবসের মনোনয়ন তালিকা
সেরা চলচ্চিত্র (ড্রামা): ১৯১৭ (ইউনিভার্সাল), দ্য আইরিশম্যান (নেটফ্লিক্স), জোকার (ওয়ার্নার ব্রাদার্স), ম্যারেজ স্টোরি (নেটফ্লিক্স), দ্য টু পোপস (নেটফ্লিক্স)
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): ডলমাইট ইজ মাই নেম (নেটফ্লিক্স), জোজো র‌্যাবিট (ফক্স সার্চলাইট পিকচার্স), নাইভস আউট (লায়ন্সগেট), ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড (সনি পিকচার্স), রকেটম্যান (প্যারামাউন্ট পিকচার্স)
সেরা পরিচালক: বঙ জুন হো (প্যারাসাইট), স্যাম মেন্ডেস (১৯১৭), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড), মার্টিন স্করসেজি (দ্য আইরিশম্যান), টড ফিলিপস (জোকার)
সেরা অভিনেতা (ড্রামা): ক্রিশ্চিয়ান বেল (ফোর্ড ভার্সাস ফেরারি),  অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), ওয়াকিন ফিনিক্স (জোকার), জোনাথন প্রাইস (দ্য টু পোপস)
সেরা অভিনেত্রী (ড্রামা): সিনথিও এরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সার্শা রোনান (লিটল ওমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার (জুডি)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): ড্যানিয়েল ক্রেগ (নাইভস আউট), রোমান গ্রিফিন ডেভিস (জোজো র‌্যাবিট), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড), টেরন এজারটন (রকেটম্যান), এডি মারফি (ডলমাইট ইজ মাই নেম)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): অকোয়াফিনা (দ্য ফেয়ারওয়েল), আনা ডি আরমাস (নাইভস আউট), বিনি ফেল্ডস্টেইন (বুকস্মার্ট), এমা থম্পসন (লেট নাইট), কেট ব্ল্যানচেট (হোয়্যার হ্যাড ইউ গো বার্নাডেট)
সেরা পার্শ্ব অভিনেতা: টম হ্যাঙ্কস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড), আল পাচিনো (দ্য আইরিশম্যান), জো পেস্কি (দ্য আইরিশম্যান), ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড), অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস)
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যানেট বেনিং (দ্য রিপোর্ট), মার্গট রবি (বোম্বশেল), জেনিফার লোপেজ (হাসলারস), ক্যাথি বেটস (রিচার্ড জুয়েল), লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা চিত্রনাট্য: ম্যারেজ স্টোরি, প্যারাসাইট, দ্য টু পোপস, ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড, দ্য আইরিশম্যান
সেরা আবহসংগীত: মাদারলেস ব্রুকলিন (ড্যানিয়েল পেম্বারটন), লিটল ওমেন (আলেকজান্ডার দেসপ্লাঁ), জোকার (হিলদুর গুনাডট্টির), ১৯১৭ (থমাস নিউম্যান), ম্যারেজ স্টোরি (র‌্যান্ডি নিউম্যান)
সেরা মৌলিক গান: বিউটিফুল গোস্টস (ক্যাটস), আই’ম গনা লাভ মি অ্যাগেইন (রকেটম্যান), ইন্টু দ্য আননৌন (ফ্রোজেন টু), স্পিরিট (দ্য লায়ন কিং), স্ট্যান্ড আপ (হ্যারিয়েট)
সেরা অ্যানিমেটেড ছবি: ফ্রোজেন টু, দ্য লায়ন কিং, মিসিং লিংক, টয় স্টোরি ফোর, হাউ টু ট্রেইন ইউর ড্রাগন: দ্য হিডেন ওয়ার্ল্ড
সেরা বিদেশি ভাষার ছবি: দ্য ফেয়ারওয়েল, ল্যঁ মিজারেবলস, পেইন অ্যান্ড গ্লোরি, প্যারাসাইট, পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার
‘ম্যারেজ স্টোরি’র দৃশ্যে স্কারলেট জোহানসন, অ্যাডাম ড্রাইভার ও শিশুশিল্পী টেলিভিশন
সেরা টিভি সিরিজ (ড্রামা): বিগ লিটল লাইস (এইচবিও), দ্য ক্রাউন (নেটফ্লিক্স), কিলিং ইভ (বিবিসি আমেরিকা), দ্য মর্নিং শো (অ্যাপল টিভি প্লাস), সাকসেশন (এইচবিও)
সেরা টিভি সিরিজ (কমেডি): ব্যারি (এইচবিও), ফ্লিব্যাগ (অ্যামাজন), দ্য কমিনস্কি মেথড (নেটফ্লিক্স), দ্য মার্ভেলাস মিসেস মেইজেল (অ্যামাজন), দ্য পলিটিশিয়ান (নেটফ্লিক্স)
মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম: ক্যাচ-২২ (হুলু), চেরনোবিল (এইচবিও), ফসি/ভার্ডন (এফএক্স), দ্য লাউডেস্ট ভয়েস (শোটাইম), আনবিলিভেবল (নেটফ্লিক্স)
সেরা টিভি সিরিজ অভিনেতা (ড্রামা): ব্রায়ান কক্স (সাকসেশন), কিট হ্যারিংটন (গেম অব থ্রোনস), রামি মালেক (মিস্টার রোবট), টোবিয়াস মেনজিস (দ্য ক্রাউন), বিলি পর্টার (পোজ)
সেরা টিভি সিরিজ অভিনেত্রী (ড্রামা): জেনিফার অ্যানিস্টোন (দ্য মর্নিং শো), জোডি কর্নার (কিলিং ইভ), নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস), রিস উইদারস্পুন (দ্য মর্নিং শো), অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন)
সেরা টিভি সিরিজ অভিনেতা (কমেডি): বেন প্লাট (দ্য পলিটিশিয়ান), পল রুড (লিভিং উইথ ইউরসেলফ), রামি ইউসেফ (রামি), বিল হেডার (ব্যারি), মাইকেল ডগলাস (দ্য কমিনস্কি মেথড)
সেরা টিভি সিরিজ অভিনেত্রী (কমেডি): ক্রিস্টিনা অ্যাপলগেট (ডেড টু মি), ফিবি ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ), নাতাশ লিওন (রাশান ডল), কির্স্টেন ডান্সট (অন বিকামিং অ্যা গড ইন সেন্ট্রাল ফ্লোরিডা), র‌্যাচেল ব্রসনাহান (মার্ভেলাস মিসেস মেইজেল)
সেরা অভিনেতা (মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম): ক্রিস অ্যাবট (ক্যাচ-২২), সাশা ব্যারন কোহেন (দ্য স্পাই), রাসেল ক্রো (দ্য লাউডেস্ট ভয়েস), জারেড হ্যারিস (চেরনোবিল), স্যাম রকওয়েল (ফসি/ভার্ডন)
সেরা অভিনেত্রী (মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম): মিশেল উইলিয়ামস (ফসি/ভার্ডন), হেলেন মিরেন (ক্যাথেরিন দ্য গ্রেট), মেরিট ওয়েভার (আনবিলিভেবল), কেইটলিন ডিভার (আনবিলিভেবল), জোয়ি কিং (দ্য অ্যাক্ট)
সেরা পার্শ্ব অভিনেতা: অ্যালান আর্কিন (দ্য কমিনস্কি মেথড), কিয়েরন কালকিন (সাকসেশন), অ্যান্ড্রু স্কট (ফ্লিব্যাগ), স্টেলান স্কার্সগার্ড (চেরনোবিল), হেনরি উইঙ্কলার (ব্যারি)
সেরা পার্শ্ব অভিনেত্রী: মেরিল স্ট্রিপ (বিগ লিটল লাইস), হেলেনা বোনহ্যাম কার্টার (দ্য ক্রাউন), এমিলি ওয়াটসন (চেরনোবিল), প্যাট্রিসিয়া আর্কেট (দ্য অ্যাক্ট), টনি কলেট (আনবিলিভেবল)

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো