X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অবশেষে ‘কাঠবিড়ালী’ মুক্ত হচ্ছে ২৭ ডিসেম্বর

বিনোদন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৯

একটি দৃশ্যে অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর কোনও সংশোধনী ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল অর্চিতা স্পর্শিয়ার প্রতীক্ষিত ছবি ‘কাঠবিড়ালী’। পরিচালক নিয়ামুল জানান, আর কালবিলম্ব নয়, ২৭ ডিসেম্বর মুক্তি দিচ্ছেন ছবিটি।
তিনি বলেন, ‘১০ ডিসেম্বর ছবিটি ছাড়পত্র পেয়েছে। বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। এটাই আপাতত বড় প্রাপ্তি। তবে মূল প্রশান্তি আসবে দর্শকরা ছবিটি হলে গিয়ে দেখলে। আমরা ২৭ ডিসেম্বরে মুক্তির প্রস্তুতি নিচ্ছি।’
পরিচালকের প্রথম ছবি এটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। এর আগে চিলেকোঠা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজার। যার মাধ্যমে ছবিটির গল্পের গভীরতার কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। যাতে দেখানো হয়েছে মানব-মানবীর চিরায়ত সম্পর্কের নাটকীয়তা।
সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু ছবিটির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘নির্মাতার প্রথম ছবি এটি। প্রথম ছবিতেই দারুণ গল্প বলতে পেরেছেন তিনি। স্পর্শিয়াও দারুণ অভিনয় করেছেন। ছবিটির প্রতি আমার শুভকামনা থাকলো।’
বোর্ডের আরেক সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, ‘সত্যিই ছবিটি দেখে আমি ব্যক্তিগতভাবে মুগ্ধ। গ্রামে শুটিং হয়েছে ছবিটির। দারুণ লোকেশন। গল্পটিও চমৎকার। পরিচালকের প্রথম ছবি হলেও বেশ মুনশিয়ানা দেখিয়েছেন তিনি।’
তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়ণের পর এবার পেল সেন্সর সনদ। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন।
ছবিটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘এটা আমাদের স্বপ্নের ছবি। যাকে আমরা দুই বছরেরও বেশি সময় ধরে লালন-পালন করে আসছি। ছবিটিতে সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ছবিটি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়েছে জেনে কী যে খুশি লেগেছে আমার। এতে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’


ছবিটিতে আরও অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে।
তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা চিলেকোঠা ফিল্মস-এর ব্যানারে নির্মিত হয়েছে ‘কাঠবিড়ালী’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!