X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘মঞ্চে উঠলে গানটির জন্য এখনও প্রচুর অনুরোধ পাই’

বিনোদন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ১২:৫১আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৮:৪৯

ভিডিওতে সংগীতশিল্পী সোহাগ শূন্য দশকের অন্যতম জনপ্রিয় গান ‘লাল শাড়ি পরিয়া কন্যা’। রেজাউল হোসেনের কথায় এর সুরকার ও কণ্ঠশিল্পী সোহাগ।
২০০৫ সালে বিচ্ছেদী ঘরানার এই গানটি প্রকাশ পেয়েছিলো সোহাগের একক ‘রক্ত আলতা পায়’ অ্যালবামে। সোহাগ জানান, তখন অ্যালবামটি (ফিতা ক্যাসেট) বিক্রি হয়েছে ৩০ লাখের মতো! যা পুরো অডিও ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছিলো।
১৫ বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র উদ্যোগে সেই গানটি নতুন আবহে আবারও আসছে শ্রোতা-দর্শকদের কাছে। এবার আর অডিও নয়, সঙ্গে রয়েছে ভিডিও। গানটির মূল কথা-সুর ঠিক রেখে নতুন সংগীতায়োজন করেছেন আলভী। আর গানের কথার সূত্র ধরে এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন তারেক ও আরিয়ানা। সঙ্গে শিল্পী হিসেবে উপস্থিতি রয়েছে শিল্পী সোহাগেরও।
সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূলত এই গানটি গেয়েই ১৫ বছর আগে আমি সুপারহিট হই। মঞ্চে উঠলে গানটির জন্য এখনও প্রচুর অনুরোধ পাই। নতুন করে আবারও প্রকাশ পাচ্ছে গানটি। বেশ বড় বাজেটের ভিডিও হয়েছে। গানটিকে নতুন করে প্রাণ দেওয়ার জন্য সিএমভির কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস, গানটি এবার আরও বেশি হিট হবে।’
ভিডিওর একটি দৃশ্যে দুই মডেল প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, চলতি মাসের শেষদিকে গানচিত্রটি প্রকাশ পাচ্ছে সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের বিভিন্ন মুঠোফোন প্রতিষ্ঠানের অ্যাপ ও অনলাইন স্ট্রিমিং সাইটগুলোতে।
প্রসঙ্গত, শূন্য দশকে (২০০০-২০১০ সাল) সোহাগ আরও আলোচনায় আসেন আইয়ুব বাচ্চু, হাসান কিংবা শাফিন আহমেদের মতো রক তারকাদের সঙ্গে দ্বৈত অ্যালবাম প্রকাশের মাধ্যমে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…