X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো ‘গালি বয়’

বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৮

‘গালি বয়’ ছবির চার তারকা (বাঁ থেকে) অম্রুতা সুভাষ, সিদ্ধান্ত চতুর্বেদি, রণবীর সিং ও আলিয়া ভাট বলিউডের ‘অস্কারতুল্য’ ৬৫তম অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১৩টি পুরস্কার জিতলো ‘গালি বয়’। এর মধ্যে বেশিরভাগই সামনের সারির। এর আগে ফিল্মফেয়ারের এক আসরে সর্বোচ্চ ১১টি পুরস্কার জিতেছিল সঞ্জয়লীলা বানসালির ‘ব্ল্যাক’। এবার দুটি পুরস্কার বেশি জিতে ইতিহাস গড়লো ‘গালি বয়’।
ছবিটিতে র‌্যাপারের ভূমিকায় অনবদ্য নৈপুণ্য দেখিয়ে সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। একই ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান জিতেছেন আলিয়া ভাট।
‘গালি বয়’ বানিয়ে সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন জোয়া আখতার। ছবিটির জন্য সিদ্ধান্ত চতুর্বেদি সেরা সহ-অভিনেতা ও অম্রুতা সুভাষ সেরা সহ-অভিনেত্রী হয়েছেন। এছাড়া সেরা মিউজিক অ্যালবাম, সেরা গীতিকার, সেরা চিত্রনাট্যকার ও সেরা সংলাপের স্বীকৃতি এসেছে ছবিটির ঘরে।
এবারের আসরে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনন্যা পাণ্ডে। অভিনেতা চাঙ্কি পাণ্ডের এই মেয়ে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র মাধ্যমে অভিষেকের পর ‘পতি পত্নি অউর ও’ ছবিতে দারুণ অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন।
সেরা নবাগত অভিনেতা হয়েছেন অভিমন্যু দাসানি। ‘মর্দ কো দর্দ নাহি হোতা’র জন্য পুরস্কারটি উঠেছে তার হাতে। তিনি হলেন অভিনেত্রী ভাগ্যাশ্রীর ছেলে। 
তাপসী পান্নু ও ভূমি পেডনেকর সমালোচকদের পছন্দে সেরা চলচ্চিত্র হয়েছে ‘আর্টিক্যাল ফিফটিন’। ছবিটিতে অনবদ্য অভিনয়ের সুবাদে সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন আয়ুষ্মান খুরানা। ‘সান্ড কি আঁখ’ ছবির জন্য যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন ভূমি পেডনেকর ও তাপসী পান্নু।

আসামের গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাটলেটিক স্টেডিয়ামে (সারুসাজাই স্পোর্টস কমপ্লেক্স) শনিবার (১৫ ফেব্রুয়ারি) বসেছিল ফিল্মফেয়ারের জমকালো আসর। তারকাখচিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা বরুণ ধাওয়ান, ভিকি কৌশল ও নির্মাতা করণ জোহর। মঞ্চে গানের তালে নেচে দর্শক মাতিয়েছেন অক্ষয় কুমার, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা ও কার্তিক আরিয়ান।

ফিল্মফেয়ারের মর্যাদাসম্পন্ন ব্ল্যাক লেডি (ট্রফি) ঘরে নিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভারতের কালারস টিভি চ্যানেলে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানের ধারণকৃত পর্ব। একই সময়ে ফিল্মফেয়ারের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এই আয়োজন উপভোগ করা যাবে।
অভিমন্যু দাসানি ও ভাগ্যাশ্রী, অনন্যা পাণ্ডে ৬৫তম অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র: গালি বয়
সেরা চলচ্চিত্র (সমালোচক পছন্দ): আর্টিক্যাল ফিফটিন (অনুভব সিনহা) ও সঞ্চিরিয়া (অভিষেক চৌবে)
সেরা পরিচালক: জোয়া আখতার (গালি বয়)
সেরা অভিনেতা: রণবীর সিং (গালি বয়)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গালি বয়)
সেরা অভিনেতা (সমালোচক পছন্দ): আয়ুষ্মান খুরানা (আর্টিক্যাল ফিফটিন)
সেরা অভিনেত্রী (সমালোচক পছন্দ): ভূমি পেডনেকর ও তাপসী পান্নু (সান্ড কি আঁখ)
সেরা সহ-অভিনেতা: সিদ্ধান্ত চতুর্বেদি (গালি বয়)
সেরা সহ-অভিনেত্রী: অম্রুতা সুভাষ (গালি বয়)
সেরা নবাগত অভিনেতা: অভিমন্যু দাসানি (মর্দ কো দর্দ নাহি হোতা)
সেরা নবাগতা অভিনেত্রী: অনন্যা পাণ্ডে (স্টুডেন্ট অব দ্য ইয়ার টু, পতি পত্নি অউর ও)
সেরা নবাগত পরিচালক: আদিত্য ধর (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক)
সেরা মিউজিক অ্যালবাম: গালি বয় (জোয়া আখতার-অঙ্কুর তেওয়ারি), কবির সিং (মিথুন, আমাল মালিক, বিশাল মিশ্র, সাচেত-পরমপরা ও অখিল সাচদেবা)
সেরা গীতিকার: ডিভাইন ও অঙ্কুর তেওয়ারি (আপনা টাইম আয়েগা, গালি বয়)
সেরা গায়ক: অরিজিৎ সিং (কলঙ্ক নাহি, কলঙ্ক)
সেরা গায়িকা: শিল্পা রাও (ঘুঙরু, ওয়ার)
সেরা মৌলিক গল্প: আর্টিক্যাল ফিফটিন (অনুভব সিনহা ও গৌরব সোলাঙ্কি)
সেরা চিত্রনাট্য: গালি বয় (রীমা কাগতি ও জোয়া আখতার)
সেরা সংলাপ: গালি বয় (বিজয় মউরিয়া)
সেরা চিত্রগ্রহণ: গালি বয় (জেই ওজা)
সেরা আবহসংগীত: গালি বয় (কর্ষ কালে ও দ্য স্যালভেজ অডিও কালেক্টিভ)
আরডি বর্মণ অ্যাওয়ার্ড (উঠতি সংগীত প্রতিভা): শাশ্বত সাচদেব (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক)
সেরা অ্যাকশন: ওয়ার (পল জেনিংস, ওহ সিয়া ইয়াং, পারভেজ শেখ ও ফ্রাঞ্জ স্পিলহাউস)
সেরা নৃত্য পরিচালনা: ঘর মোরে পরদেশিয়া (রেমো ডি’সুজা, কলঙ্ক)
সেরা শিল্প নির্দেশনা: গালি বয় (সুজান ক্যাপলান মেরওয়ানজি)
সেরা পোশাক পরিকল্পনা: সঞ্চিরিয়া (দিব্যা গম্ভীর ও নিধি গম্ভীর)
সেরা সম্পাদনা: উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক (শিবকুমার ভি পানিকার)
সেরা শব্দসজ্জা: উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক (বিশ্বদ্বীপ দীপক চ্যাটার্জি ও নিহার রাজন সামাল)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ওয়ার (শেরি ভারদা ও বিশাল আনন্দ)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (দর্শক পছন্দ): দেশি
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (ফিকশন): বেবাক (সাজিয়া ইকবাল)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (নন-ফিকশন): ভিলেজ অব অ্যা লেসার গড (অনন্ত নারায়ণ মহাদেবা)
সেরা অভিনেতা (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): রাজেশ শর্মা (টিন্ডে)
সেরা অভিনেত্রী (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): সারাহ হাশমি (বেবাক)
আজীবন সম্মাননা: রমেশ সিপ্পি
চলচ্চিত্রে সম্মানসূচক খেতাব: গোবিন্দ
বলিউড ফ্যাশনে ৩০ বছরের অসামান্য অবদান: মনীষ মালহোত্রা

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি  (ভিডিও)
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি (ভিডিও)
‘আদম’ নির্মাতা হিরণ মারা গেছেন
‘আদম’ নির্মাতা হিরণ মারা গেছেন