X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মৌসুমী-মুরাদের ‌‘বঙ্গবন্ধু কর্নার’

বিনোদন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ১৮:০৬আপডেট : ১২ মার্চ ২০২০, ১৯:০১

একটি দৃশ্যে মৌসুমী হামিদ ও আরমান পারভেজ মুরাদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই নির্মাণ করেছে বিশেষ টেলিফিল্ম। এর নাম ‘বঙ্গবন্ধু কর্নার’।

এটি রচনা ও পরিচালনা করেছেন রানা মাসুদ। যার অন্যতম দুটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও আরমান পারভেজ মুরাদ।
এর গল্পে দেখা যাবে, সেলিম (প্রাণ রায়) ‘বঙ্গবন্ধু কর্নার’ নামে একটি পুস্তক বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। ব্যবসার দিক থেকে লাভবান না হতে পারলেও তার লাইব্রেরিতে বসে বই পড়ার সুযোগ করে দিয়ে এলাকার তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু তথা দেশাত্মবোধ জাগ্রত করতে ভূমিকা রাখছে।

ছোটবেলার বন্ধু বাদশা (মুরাদ) দীর্ঘ সময় পর আমেরিকায় থেকে দেশে আসার খবর পেলে সেলিম তার লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কাব্য গ্রন্থটি বাদশাকে প্রকাশ করার প্রস্তাব দেবে বলে ঠিক করে। কিন্তু তার স্ত্রী পারুলী (মৌসুমী) ছেলের ভবিষ্যতের কথা ভেবে ওদের আমেরিকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য স্বামীকে প্রভাবিত করতে থাকে।
আরেকটি দৃশ্যে মৌসুমী হামিদ ও প্রাণ রায় এটা নিয়ে দ্বন্দ্ব উঠে আসবে। তবে শেষ পর্যন্ত কে জয়ী হতে যাচ্ছে তা জানতে হলে দেখতে হবে এই টেলিছবিটি।

মুজিববর্ষের বিশেষ এই টেলিছবিতে আরও অভিনয় করেছেন প্রাণ রায়, সোহেল খান, আলম সোহাগ প্রমুখ।
জানা গেছে, ১৩ মার্চ বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে এটি প্রচার হবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা