X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
লকডাউন ডায়েরি

গৃহবন্দি বাঁধনের আত্মোপলব্ধি (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ১৬:৪৪আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৬:৩০

আজমেরী হক বাঁধন টানা ৩৮ দিন হোম কোয়ারেন্টিনে আছেন আজমেরী হক বাঁধন। এই সময়টাকে তিনি দেখছেন নিজেকে সংশোধনের সুযোগ হিসেবে।

বাংলা ট্রিবিউনের সঙ্গে একান্ত আলাপে বাঁধন বলেন, ‘১৭ মার্চ থেকে আমি ঘরে আছি। যেটা আমাদের সবার জন্যই বড় একটা ধাক্কা। কারণ, এমন জীবনে আমরা কেউ অভ্যস্ত নই। তবে এই গৃহবন্দি সময়টাকে আমি দেখছি আত্মসংশোধনের বড় একটা সুযোগ হিসেবে।’
কথায় কথায় বাঁধন জানান, তিনি সবসময় তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ডুবে থাকতেন। তাকানোর সুযোগ পেতেন না বর্তমানের দিকে। এই করোনাকালে ঘরে বসে তিনি ভবিষ্যতের চিন্তা বাদ দিয়েছেন। ভাবতে শিখেছেন বর্তমান নিয়ে।
তার ভাষায়, ‘আমি মনে করি বর্তমানটাকে নিয়ে প্রতিটি মানুষের বাঁচা উচিত। চলমান সময়টাকে সুন্দর করতে পারলেই সামনের সময়টা ভালো আসবে। এই উপলব্ধি হয়েছে করোনার কারণে। এই যাত্রায় যদি বেঁচে যাই, তো নিজের বর্তমান নিয়ে আরও যত্নশীল হবো।’
দেশের অন্যতম এই লাক্স সুন্দরী নিজের বর্তমান সময়ের আরও অনেক তথ্য জানান বাংলা ট্রিবিউনকে। কি পড়ছেন, কি দেখছেন, কেমন ভাবছেন—এইসব বিস্তারিত। মজার তথ্য হিসেবে জানালেন, ‘আমি আবারও ডায়েরি লেখা শুরু করেছি। অনেক বছর এই ডায়েরি থেকে দূরে ছিলাম। যা মোটেও ভালো সিদ্ধান্ত ছিল না।’
আলাপের মাঝে এই তারকা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেন করোনাভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে যুদ্ধ করা মানুষগুলোর প্রতি।
বাঁধনের সঙ্গে ভিডিও-গল্পের পুরোটা দেখুন এখনই- এখানে:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা