X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

করোনায় শিল্পকলার ২০ প্রামাণ্যচিত্র (ভিডিও)

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ১৯:২২আপডেট : ০১ মে ২০২০, ০০:১৬

২২টি প্রামাণ্যচিত্রের কোলাজ করোনার দীর্ঘসূত্রতায় থমকে গেছে টেলিভিশন ও সিনেমাসহ বিনোদনের বিভিন্ন অঙ্গন। নেই পর্যাপ্ত নির্মাণ। তাই ঈদ আয়োজনেও সেই স্বল্পতা টের পাওয়া যাবে বলে অনেকেই মনে করেন।
তবে এরমধ্যেই জানা গেল, মঞ্চকেন্দ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণ হিসেবে খ্যাত বাংলাদেশ শিল্পকলা একাডেমি মুক্তি দিচ্ছে একের পর এক প্রামাণ্যচিত্র। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই করোনা ক্রাইসিসের মধ্যেই টানা ২০টি প্রামাণ্য চলচ্চিত্র তারা অবমুক্ত করবে। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ৭টি।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে একাডেমির জনসংযোগ বিভাগ। জানায়, এগুলো সবই দেশ বরেণ্য সব সাংস্কৃতিক ব্যক্তিদের ওপর তৈরি।

একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ‘এই প্রকল্পটি দুই বছর আগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় শুরু হয়। বিগত বছরগুলোতে এর কাজ চলেছে। সর্বমোট ২২টি প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে ২০টির মতো শুটিং শেষ হয়েছে। ১৫-১৬টি সম্পাদনাসহ প্রস্তুত। এগুলোই ধারাবাহিকভাবে মুক্তি দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বেশিরভাগ কাজ যেহেতু শেষ হয়ে গেছে, তাই এই করোনাকালেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে।’

উল্লেখ্য, গত মার্চ মাসে ইউটিউবে প্রামাণ্যচিত্র পরীক্ষামূলক মুক্তি দেয় তারা। চলতি এপ্রিল থেকে ইউটিউবসহ ফেসবুকে একযোগে প্রকাশিত হচ্ছে এগুলো। এ মাসে মুস্তাফা মনোয়ারের ওপর প্রথম প্রামাণ্যচিত্র তারা মুক্তি দিয়েছে। গতকাল (২৯ এপ্রিল) প্রকাশ পায় সৈয়দ সালাহউদ্দীন জাকীর ওপর নির্মিত চিত্রটি।
দেখুন শিল্পকলা একাডেমির নির্মাণগুলো-
মুস্তাফা মনোয়ার:

সনজীদা খাতুন:

ফকির নহির শাহ:

সৈয়দ জাহাঙ্গীর:

সিরাজুল ইসলাম চৌধুরী:

সৈয়দ সালাহউদ্দীন জাকী:

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর:

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা