X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঘরে বসেই নির্মাণ, থাকছেন চলচ্চিত্রের ১২ তারকা

বিনোদন রিপোর্ট
০৯ মে ২০২০, ১৫:৪২আপডেট : ০৯ মে ২০২০, ১৮:৫২

চলচ্চিত্রের তারকারা করোনায় ঘরবন্দি তারকাসহ সবাই। তবে সে অবস্থা থেকেই এবার চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
নির্মিত হচ্ছে ‘আলো আসবেই’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যেখানে অভিনয় করছেন সিনেমার জনপ্রিয় ১২ তারকা। এদের মধ্যে আছেন ইমন, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, ববি হক, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, জায়েদ খান, মিশা সওদাগর, অমিত হাসান, আঁচল, তমা মির্জা ও শাহরিয়াজ।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি জানান, সিরিয়াস কমেডির মাধ্যমে এই স্বল্পদৈর্ঘ্যে করোনাকালীন নানা বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি থাকছে সচেতনতামূলক বার্তাও।

নির্মাতার ভাষ্যমতে, ‘কোনও ব্যবসায়িক উদ্দেশ্য থেকে নয়, এটা দায়বদ্ধতার কাজ। আর এজন্য শিল্পীরাও কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। মানুষকে সচেতন করার লক্ষ্যে এটি নির্মাণ হবে। তাই তারাও এ কাজে সহযোগিতা করছেন। ইতোমধ্যে ছবির পাণ্ডুলিপি শিল্পীদের কাছে পাঠিয়ে দিয়েছি। তাদের পরিবারের মানুষজনই ক্যামেরা চালাবেন। আমি সর্বদা ফোনে তাদের সঙ্গে যুক্ত থাকবো।’
গল্প প্রসঙ্গে জানা যায়, পুরোপুরি কমেডিনির্ভর এটি। দেবাশীষ বিশ্বাস আরও বলেন, ‘কমেডির মাধ্যমে সিরিয়াস বিষয় ফুটিয়ে তোলা অনেক কঠিন একটা কাজ। তবে আমি সেটা করতে চাই। বাংলাদেশে এবারই প্রথম ঘরে বসে ও বিচ্ছিন্ন অবস্থায় এমন একটি বড় কাজ হচ্ছে।’

শাহজাহান সৌরভের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য রচনা করেছেন দেবাশীষ নিজেই। সংগীতায়োজন করেছেন প্রীতম। আবহসংগীতে আছেন ইমন সাহা।
পরিচালক জানান, আগামীকাল (১০ মে) থেকে শুরু হবে শুটিং। আর ঈদের আগেই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পাবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন