X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঈদের দিনে অর্ধশতাধিক নাটক-টেলিছবি, অর্ধেকই পুরনো!

সুধাময় সরকার
২৫ মে ২০২০, ০৩:০৮আপডেট : ২৫ মে ২০২০, ১৭:১৭

ঈদের প্রথম দিনে (২৫ মে) দেশের ইনফোটেইনমেন্ট ১২টি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে অর্ধশতাধিক (প্রাপ্ত হিসাবে ৪৭টি) নাটক ও টেলিছবি। এরমধ্যে মাত্র ২৪টি প্রজেক্ট হলো নতুন, মানে প্রথম সম্প্রচার হচ্ছে। বাকি ২৩টি সম্প্রচার হচ্ছে চ্যানেলগুলোর আর্কাইভ থেকে। কারণ একটাই, লকডাউনে শুটিং বন্ধ ছিল বলে নতুন কাজের সংকট।

যার মধ্যে দেশটিভি, এসএ টিভি ও চ্যানেলে নাইনের প্রথম দিনের আয়োজনের পুরোটাই পুরনো নাটক-টেলিছবিতে সাজানো! বিপরীতে আরটিভি, বাংলা ভিশন ও মাছরাঙার প্রচারগুলোর শতভাগই নতুন। বাকিগুলোর সূচি নতুন-পুরনো মিলিয়ে।

আরিয়ানের ‘উপহার’ নাটকের একটি দৃশ্যে অপূর্ব-মেহজাবীন আরটিভি
নাটক ‘অন্তহীন ভাবনা’ (সন্ধ্যা ৭টা ১০ মিনিট): পরিচালনা কামরুল ইসলাম। অভিনয়ে আফরান নিশো ও শবনম ফারিয়া।
নাটক ‘কাপল টিকিট’ (রাত ৮টা): রচনা জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা ফরিদুল ইসলাম। অভিনয়ে জাহিদ হাসান ও নাদিয়া আহমেদ।
নাটক ‘অবাক প্রেম’ (রাত ৯টা): পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন।
নাটক ‘ঈদ মোবারক’ (রাত ১০টা): পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে মোশাররফ করিম ও তিশা।
নাটক ‘করোনার দিনগুলিতে প্রেম’ (রাত ১১টা ৩৫ মিনিট): পরিচালনা আনিসুর রহমান রাজিব। অভিনয়ে তৌসিফ মাহবুব ও সাফা কবির।

বাংলাভিশন
নাটক ‘অ্যারেঞ্জ লাভ’ (বিকাল ৫টা ৩০ মিনিট): পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব ও তানজিন তিশা।
নাটক ‘দেবদাস ও জুলিয়েট’ (সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট): পরিচালনায় জাকারিয়া সৌখিন। অভিনয়ে আফরান নিশো ও তাসনিয়া ফারিন।
নাটক ‘ভাইরাল মাসুদ’ (রাত ৭টা ৪০ মিনিট): পরিচালনা শিখর শাহনিয়াত। অভিনয়ে মোশাররফ করিম ও তাহসিন।
নাটক ‘লাভ অর ব্রেকআপ’ (রাত ৯টা ৫ মিনিট): রচনা সোমেশ্বর অলি, পরিচালনায় মোহন আহমেদ। অভিনয়ে অপূর্ব ও তানজিন তিশা।
নাটক ‘উপহার’ (রাত ১১টা ৩০ মিনিট): পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে আফরান নিশো ও মেহজাবীন।

মাছরাঙা
টেলিছবি ‘এখানে তো কোন ভুল ছিল না’ (সন্ধ্যা ৭টা): রচনা ও পরিচালনা শেখ নাজমুল হুদা ঈমন। অভিনয়ে মোশাররফ করিম ও তানজিকা আমিন।
নাটক ‘নীল মেঘের কাব্য’ (রাত ৯টা): রচনা চয়ন দেব, পরিচালনায় আসাদুজ্জামান আসাদ। অভিনয়ে এফ এস নাঈম, নাবিলা ইসলাম ও মিশু সাব্বির।

‘এখানে তো কোন ভুল ছিল না’ টেলিছবিতে মোশাররফ করিম এটিএন বাংলা
নাটক ‘ঘুমের ঘোরে’ (সকাল ৯টা): গল্প কাজী নজরুল ইসলাম, নাট্যরূপ রাশেদুল হাসান শেলী। পরিচালনা আব্দুস সামাদ খোকন।
নাটক ‘দূরত্বের গুরুত্ব’ (সন্ধ্যা ৭টা ৪০ মিনিট): রচনা ও পরিচালনায় হানিফ সংকেত। অভিনয়ে আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী ও মীর সাব্বির।
টেলিছবি ‘পত্র মিতালি’ (রাত ১১টা ৩০ মিনিট): রচনা বৃন্দাবন দাশ, পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে এটিএম শামসুজ্জামান, চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান।

একুশে টেলিভিশন

নাটক ‘প্রি হানিমুন’ (দুপুর ১২টা ৫ মিনিট): রচনা ও পরিচালনায় অতনু আদিত্য। অভিনয়ে মিশু সাব্বির ও তানিন তানহা।
নাটক ‘বউ আমার’ (দুপুর ১টা ৫ মিনিট): অভিনয়ে মোশাররফ করিম ও অপর্ণা ঘোষ।
নাটক ‘কোপ’ (রাত ৮টা): রচনা জাহিদ বাবুল, পরিচালনায় সেলিম রেজা। অভিনয়ে মীর সাব্বির ও ফারহানা মিলি।
নাটক ‘কিলার’ (রাত ১০টা): রচনায় আসাদুজ্জামান সোহাগ, পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব ও নেহা।
নাটক ‘তারা তিনজন—ফুচকা বিলাস’ (রাত ১১টা ২০ মিনিট): রচনা ও পরিচালনায় হুমায়ূন আহমেদ। অভিনয়ে রিয়াজ, ডা. এজাজ ও ফারুক আহমেদ।

চ্যানেল আই
টেলিছবি ‘আয়েশা’ (দুপুর ২টা ৩০ মিনিট): গল্প আনিসুল হক, পরিচালনায় মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয়ে চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা।
টেলিছবি ‘লাইট হাউজ’ (বিকাল ৪টা ৩০ মিনিট): রচনায় ফারুক হোসেন, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে জাহিদ হাসান ও বিদ্যা সিনহা মিম।
নাটক ‘রুদ্র আসবে বলে’ (সন্ধ্যা ৭টা ৪০ মিনিট): রচনায় নাজিয়া হাসান, পরিচালনায় মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।
নাটক ‘তালপাতার সেপাই’ (রাত ৯টা ৩৫ মিনিট): রচনায় গীতালি হাসান, পরিচালনায় মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয়ে চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা।
নাটক ‘অমিত্রাক্ষর’ (রাত ১১টা ৪৫ মিনিট): গল্প রাবেয়া খাতুন, পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে মেহজাবীন চৌধুরী ও ইরফান সাজ্জাদ।

‘আয়েশা’ টেলিছবিতে তিশা এনটিভি
নাটক ‘ভাই পারলে মাফ করেন’ (সকাল ৯টা): রচনায় আমিনুল ইসলাম অনীক, পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে ইরফান সাজ্জাদ ও সাবিলা নূর।
টেলিছবি ‘ব্যাচ ২৭’ (দুপুর ২টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব, মিথিলা ও অপর্ণা ঘোষ।
নাটক ‘রাত প্রহরী ফুলন দেবী’ (রাত ৮টা ৫ মিনিট): রচনায় শাহজাহান সৌরভ। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে মোশাররফ করিম ও প্রিয়ম।
নাটক ‘ভালোবাসি তুমি আমি’ (রাত ৯টা ৩০ মিনিট): রচনায় চয়ন দেব, পরিচালনায় নাজমুল রনি। অভিনয়ে অপূর্ব ও তানজিন তিশা।
নাটক ‘সে ভালোবেসেছিল’ (রাত ১১টা ১০ মিনিট): রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।

বৈশাখী টেলিভিশন

নাটক ‘ব্লাঙ্ক চেক’ (রাত ৮টা ১০ মিনিট): রচনায় ফারিয়া হোসেন, পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে সজল ও তমালিকা কর্মকার।
নাটক ‘হাই প্রেসার ২’ (রাত ১১টা ৩৫ মিনিট): রচনা ও পরিচালনায় আদিবাসী মিজান। অভিনয়ে মোশাররফ করিম ও আ খ ম হাসান।

দীপ্ত টিভি

নাটক ‌‘প্রেমিকার বিয়ে’ (সকাল ০৮টা): পরিচালনায় তানভীর সানি, অভিনয়ে মিশু সাব্বির, সোনিয়া হোসেন ও শামিম হাসান সরকার।
টেলিছবি ‘পলাতক প্রেম’ (বিকাল ৪টা): রচনায় মাসুম শাহরিয়ার, পরিচালনায় হিমেল আশরাফ। অভিনয়ে ইরেশ যাকের ও প্রভা।
নাটক ‘স্বপ্নভ্রষ্ট’ (সন্ধ্যা ৬টা): পরিচালনায় রফিকুল ইসলাম রোকন। অভিনয়ে অপূর্ব ও ইরফান সাজ্জাদ।
নাটক ‘ইগো ভার্সেস লাভ’ (রাত ৮টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা রূপক বিন রউফ। অভিনয়ে ইরফান সাজ্জাদ ও নাবিলা বিনতে ইসলাম।
নাটক ‘ঘরবন্দি সময়ের গল্প—কাগজের পাখি’ (রাত ৯টা ৩০): পরিচালনায় সুমন আনোয়ার। অভিনয়ে শ্যামল মাওলা ও কল্যাণ কোরাইয়া।
নাটক ‘ফ্যাশন’ (রাত ১০টা): রচনা ও পরিচালনা মহিদুল মাহি। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন।
নাটক ‘স্মৃতিভ্রম’ (রাত ১১টা): পরিচালনা মেহেদী হাসান মুকুল। অভিনয়ে অপূর্ব, ইরফান সাজ্জাদ ও ইভানা।

‘ইগো ভার্সেস লাভ’ নাটকে সাজ্জাদ ও নাবিলা দেশটিভি
নাটক ‘ইয়েস’ (সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট): গল্প সাব্বির চৌধুরী, রচনা রুম্মান রশীদ খান। পরিচালনায় তপু খান। অভিনয়ে আফরান নিশো ও শখ।
নাটক ‘বিশু পাগলা গাছের আগায়’ (রাত ৯টা ৪৫ মিনিট): রচনা ও পরিচালনায় ইমেল হক। অভিনয়ে মিশু সাব্বির ও অপর্ণা ঘোষ।
টেলিছবি ‘ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ’ (রাত ১১টা ৪৫ মিনিট): রচনা ও পরিচালনায় মাসুদ হাসান উজ্জ্বল। অভিনয়ে পার্থ বড়ুয়া ও সামিয়া।



চ্যানেল নাইন
টেলিছবি ‘ভালোবাসার ফাঁদ’ (বিকাল ৪টা): পরিচালনায় কৌশিক শংকর দাস। অভিনয়ে অপূর্ব ও তারিন।
নাটক ‘মিশন বরিশাল’ (রাত ৯টা): পরিচালনায় কাজল আরেফিন অমি। অভিনয়ে তৌসিফ ও সাফা কবির।
নাটক ‘ঘুম বাবু’ (রাত ১১টা): পরিচালনা সহিদ উন নবী। অভিনয়ে মোশাররফ করিম ও ফারাহ রুমা।
এসএ টিভি
টেলিছবি ‘প্রতীক্ষা’ (দুপুর ২টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা ইমেল হক। অভিনয়ে আফরান নিশো ও সানজিদা প্রীতি।
নাটক ‘কবিরাজের বউটার একজন ছেলে বন্ধু ছিল’ (বিকাল ৪টা): রচনায় কাজী শাহেদ, পরিচালনা সালাউদ্দিন লাভলু। অভিনয়ে ফজলুর রহমান বাবু ও মম।












/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’