X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বিজ্ঞাপন দিয়ে বিয়ের আগ্রহ প্রকাশ করলেন সালমান! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০২০, ১৪:৫৭আপডেট : ১২ জুন ২০২০, ২০:৪১

সালমান খান অবশেষে বিয়ের আগ্রহ প্রকাশ করলেন বলিউড ভাইজান সালমান খান! তাও আবার বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। আরও বিস্ময়কর তথ্য, সেটি বলেছেন বাংলায়!

মিথ্যে নয়, সালমান খান এভাবেই চমকে দিলেন বাংলাদেশের দর্শকদের। জুন মাসের শুরু থেকেই পেপসি বাংলাদেশ তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে বলিউড ব্যাচেলর সালমান খানকে নিয়ে বড়সড় সারপ্রাইজ দেওয়ার ঘোষণা দিয়ে আসছিল। অবশেষে সেটি উন্মুক্ত হলো ১১ জুন রাতে। যেখানে সালমান আবদারের সুরেই বলেন, ‘তো আমার বিয়েটা করিয়ে দাও না!’
এটি মূলত পেপসি বাংলাদেশ-এর নতুন বিজ্ঞাপনচিত্রে সালমানের একটি সংলাপ। যেখানে দেখা যায়, কলেজ ক্যাফেটেরিয়ায় বসে থাকা প্রেমিক-প্রেমিকা জুটিকে বিরক্ত করছে এক বখাটে। এমন ঘটনায় বিরক্ত হয়ে সালমান এগিয়ে আসেন। বখাটে তখন বলে, ওরা সবসময় একসঙ্গে থাকে। বিয়েটা করিয়ে দেবো নাকি? সালমান তখন প্রত্যুত্তরে বলেন, ‘বিয়ে করানোর যখন এতই শখ, তো আমারটা করিয়ে দাও না!’
বাংলা ভাষায় ডাবিং করা হয় ভারতের এই বিজ্ঞাপনটি।
এদিকে কোমল পানীয় পেপসি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে সালমান খান কাজ করবেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।
এ বিষয়ে পেপসি বাংলাদেশকে দেওয়া সালমানের বক্তব্য এমন, ‘বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি খুবই আনন্দিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ আমাকে অসামান্য ভালোবাসা দিয়েছেন। আমি মনে করি পেপসির সঙ্গে নতুন এই যাত্রায় এখানকার মানুষের সেই ভালোবাসা পাবো।’
পেপসির পক্ষ থেকে বলা হচ্ছে, তারুণ্যনির্ভর ব্র্যান্ড হিসেবে সময়ের সঙ্গে পরিবর্তনশীল তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে আসছে তারা। বর্তমান সময়ের তরুণদের ট্রেন্ড বিবেচনায় তারা সালমানকে নিয়ে নানা প্রচারণার উদ্যোগ নিয়েছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...