X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

এবারও ১৫ আগস্টের বিশেষ নাটকে তারিন-শতাব্দী

বিনোদন রিপোর্ট
১৩ জুলাই ২০২০, ০১:৩৫আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৬:৪৫

বাঙালি জাতির কালো অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে মৃত্যুকে নিয়ে এবার তৈরি হচ্ছে বেশ কিছু নাটক। যার মধ্যে রূপক গল্পে নির্মিত হচ্ছে গোলাম সোহরাব দোদুলের ‌‘রানার’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তারিন জাহানকে। আরও একটি ভূমিকায় থাকছেন শতাব্দী ওয়াদুদ।

তারিন ও শতাব্দী ওয়াদুদ তারিন-শতাব্দীকে নিয়ে গত বছরও একই বিষয়ে ‘মৃতের আত্মহত্যা’ নামে নাটক নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। এবারও তিনি একই বিষয়ে অন্য একটি গল্প তুলে ধরতে যাচ্ছেন এ দুজনের মাধ্যমে।
নাটকটি প্রসঙ্গে এর পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, ‘‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আর ছোটবেলার আবেগী অনেক স্মৃতির কারণে মুক্তিযুদ্ধের কাহিনিচিত্র নির্মাণে আমি উৎসাহিত হয়েছি। তবে বঙ্গবন্ধুকে নিয়ে কিছু করার সুযোগ হয়ে উঠছিল না। গত বছর ১৫ আগস্ট, জাতীয় শোকদিবসে সেই সুযোগ আসে। নির্মাণ করি ‘মৃতের আত্মহত্যা’। এ বছরও একই জুটি নিয়ে জাতীয় শোক দিবসে তৈরি করছি ‘রানার’। এটি একটি রূপক গল্প।”
জানা যায়, গল্পটি ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। এটি লিখেছেন সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী।
পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে কিছু দিনের মধ্যেই শুটিং শুরু করবেন তারা। ইতোমধ্যে শতাব্দী ওয়াদুদ ও তারিনের সঙ্গে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। একটি বেসরকারি টিভিতে এটি প্রচার হবে। নাটকটি প্রযোজনা করছে ক্রাউন এন্টারটেইনমেন্ট।

/এম/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক