X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১৫ আগস্ট নিয়ে চলচ্চিত্র, অভিনয়ে তৌকীর-নাবিলা-সেলিম

ওয়ালিউল বিশ্বাস
২১ জুলাই ২০২০, ১৫:০৩আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:১৬

১৫ আগস্ট নিয়ে চলচ্চিত্র, অভিনয়ে তৌকীর-নাবিলা-সেলিম ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্ধকারতম ঘটনাটিকে ঘিরে বেশ গোপনে তৈরি হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর নাম ‘১৯৭৫—অ্যান আনটোল্ড স্টোরি’।

যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মনোনীত সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের চরিত্রে অভিনয় করছেন ‘আয়নাবাজি’-খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা। খন্দকার মোশতাক হিসেবে আছেন শহীদুজ্জামান সেলিম ও জাতীয় চার নেতার একজন হিসেবে আছেন তৌকীর আহমেদ।

এটি পরিচালনা ও প্রযোজনায় আছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। মূলত নির্মাতা শামীম আহমেদ রনীর সমন্বয়ে ১০ দিন ধরে চলছে এর কাজ।
তবে কোনও এক বিশেষ কারণে চলচ্চিত্রটির বিষয়ে মুখ খুলতে চান না প্রযোজক ও নির্মাণ সংশ্লিষ্টরা।
ছবিটি নিয়ে গতকাল (২০ জুলাই) ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন নাবিলা। এরপর আজ (২১ জুলাই) বিষয়টি স্বীকার করেন সেলিম খান।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশেষ কারণে এর আগে সত্য বলিনি। তবে আমি মিথ্যা বলে থাকতে পারি না। তাই স্বীকার করছি। গত ১০ জুলাই থেকে আমরা এর শুটিং শুরু করেছি। আর কয়েকদিন এর কাজ হবে। এরপর সম্পাদনা করে সেন্সরে জমা দেবো।’
ছবির কাজ চলছে বিএফডিসিতে। পরিচালক সেলিম খান এখন আছেন চাঁদপুরে। ছবিটি নিয়ে এত গোপনীয়তা কেন নেওয়া হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, ‘৭৫ খুবই স্পর্শকাতর বিষয়। চাইছিলাম, সেন্সর পাওয়ার পর সবাইকে জানাতে। আরেকটি বিষয়, ছবিতে আমি পরিচালক হিসেবে আছি। রনী এর উপদেষ্টা।’
চরিত্রগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘৭৫ সালের ভয়াল ১৫ আগস্টের পরদিন থেকে ছবির গল্প শুরু হবে। তাই এতে বঙ্গবন্ধু বা উনার পরিবারের কোনও চরিত্র থাকছে না। তবে এতে বেইমান খন্দকার মোশতাক ও জাতীয় চার নেতার মতো ঐতিহাসিক চরিত্রগুলো থাকবে। বেবী ম্যাডামের চেহারার সঙ্গে নাবিলার বেশ মিল আছে। তাই আমরা তাকে এই চরিত্রের জন্য পছন্দ করেছি।’
ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এরইমধ্যে ইমন সাহার সুর-সংগীতে ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা