X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বোরকা পরে প্রচুর দৌড়ানি খেয়েছি: মারজুক রাসেল

বিনোদন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ১০:২৫আপডেট : ২২ জুলাই ২০২০, ১২:২২

বোরকা পরে প্রচুর দৌড়ানি খেয়েছি: মারজুক রাসেল পুরান ঢাকার বেদানা বিবির আদরের মেয়ে বিন্নি। হঠাৎ করে বমিটিং শুরু হয় তার। বেদানা বিবি সন্দেহ করে মেয়ের হাউজ মাস্টার আজগরকে!
নিরীহ স্বভাবের আজগর লস্কর কোনও দিন ভুলেও ছাত্রীর চোখের দিকে তাকায়নি। তবুও অপরাধী হয়ে পালিয়ে বেড়ায় অলি-গলিতে। ইস্টিমারের মালিক কবি কিসমত মিয়ার কাছ থেকে এই বিপদ থেকে উদ্ধার পাবার বুদ্ধি চায় আজগর। কিসমত উল্টো আজগরকে নতুন বিপদের মধ্যে ফেলে। তালা মেরে রাখে বাথরুমে। তার কালো মেয়ে কদমকে বিয়ে করার জন্য!
বদরাগী বেদানা বিবির হাউকাউ এবং তার মেয়ে বিন্নির লজিং মাস্টার আজগরের সঙ্গে লুকিয়ে প্রেমের গল্প নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘বেদানা বিবির বিন্নি’। নাটকে আজগর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল।
তিনি বলেন, ‘নিরীহ লজিং মাস্টারের চরিত্রে প্রথম কাজ করেছি। গল্পের প্রয়োজনে প্রচুর দৌড়ানি খেয়েছি। তাও আবার গরমের মধ্যে বোরকা পরে পুরান ঢাকার অলি-গলিতে। চমৎকার একটা অভিজ্ঞতা হলো। হিমু আকরামের সঙ্গে আগেও কাজ করেছি। মজাই মজা।’
বিন্নি চরিত্রে আছেন মুমতাহিনা টয়া। তিনি বলেন, ‘চরিত্রটা মজার। হাউজ টিউটরের প্রতি যত রকম অত্যাচার করা যায় সবই করি আমি। যদিও প্রথম দিকে দর্শকরা আমাকে ভুল বুঝতে পারে। হিমু আকরামের নাটক দেখেছি অনেক। কিন্তু এটাই উনার সঙ্গে প্রথম কাজ। তিনি আসলে মেধাবী নির্মাতা ও গল্পকার।’
নাটকের আরেকটি মজার চরিত্র হচ্ছে বেদানা বিবি। এটিতে অভিনয় করছেন মনিরা মিঠু।
ক্রাউন এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘বেদানা বিবির বিন্নি’ নাটকটি রচনা ও নির্মাণ প্রসঙ্গে হিমু আকরাম বলেন, ‘বদরাগী বেদানা বিবি এবং তার আদুরে মেয়ে বিন্নির বিপরীতে একজন অসহায় লজিং মাস্টারের জীবন তুলে ধরার চেষ্টা করেছি।’
নাটকে বিভিন্ন চরিত্রে আরও আছেন, সোহেল খান, মোনালিসা দীপা, ইকবাল হোসেন, চাষি আলম, রাজু আহসান, দাউদ প্রমুখ।
নির্মাতা জানান, ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘বেদানা বিবির বিন্নি’।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা