X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দাদি থেকে নাতি, যে নাটকে সবাই গুরুত্বপূর্ণ!

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ১৬:৩৬আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৯:৩০

একটি দৃশ্যে পুরো পরিবার ঘুরে-ফিরে দুই-চারজন নায়ক-নায়িকা নিয়ে বেশি নির্মিত হচ্ছে নাটক। এ নিয়ে অভিযোগ বহুদিনের। তবে এবার এর ব্যতিক্রম ঘটলো। নির্মিত হলো চলমান বলয়ের বাইরে গিয়ে নাটক।

যেখানে চরিত্র হিসেবে থাকছে দাদি, চাচা, চাচি, ফুপু, ফুপা, বড় বৌ, ছোট বৌ, বাড়ির জামাই, নাতি-নাতনি প্রমুখ। মানে একটি যৌথ পরিবারের সব চরিত্রই থাকছে এখানে।
নাটকের নাম ‘হয়তো তোমারি জন্য’। গল্প ও চিত্রনাট্য করেছেন জাফরীন সাদিয়া এবং পরিচালনা করেছেন হাসান রেজাউল।
নাটক প্রসঙ্গে প্রযোজক ও লেখক সাদিয়া জাফরীন বলেন, ‘পরিবারের প্রতিটি সদস্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই নাটকে তাদেরই রাখা হয়েছে, যারা ক্রমশ পর্দা ও পরিবার থেকে হারিয়ে যাচ্ছেন। প্রেম, ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, দায়িত্ববোধ—এসব নিয়েই আমাদের এই নির্মাণ। আশা করি এবার ঈদে একটু ভিন্নতা দিতে পারবে নাটকটি।’
এতে অভিনয় করেছেন দিলারা জামান, খালেকুজ্জামান, মুনিরা মিঠু, শাহেদ আলী, সাজ্জাদ রেজা, মনোজ প্রামাণিক, পায়েল, মৌ শিখা, ফাহমিসহ অনেকে।
পরিচালক হাসান রেজাউল বলেন, ‘নাটকে দর্শক একটি পরিবার দেখতে পাবেন। যেখানে একজন দাদি থেকে নাতি-নাতনি সবাই আছেন। সবার মাঝে একটা যোগসূত্র ও সময়ের সাথে সবার মাঝে স্বার্থের একটা টানাপড়েন দেখতে পাবেন। এর মাঝে একটা মিষ্টি প্রেমের সম্পর্কও পাবেন।’
ঈদকে সামনে রেখে নাটকটির নির্মাণকাজ চলছে এখন। একটি বেসরকারি টিভি চ্যানেলে ও জাফরীন স্টুডিও নামের ইউটিউবে চ্যানেল এটি প্রকাশ হবে ঈদে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!