X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অবশেষে বাংলাদেশ-ভারত সীমান্তে মিলিত হলেন মিথিলা-সৃজিত

বিনোদন রিপোর্ট
১৬ আগস্ট ২০২০, ১৪:০৪আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৭:০৬

মিথিলা ও সৃজিত গেল বছর ৬ ডিসেম্বর বিয়ের পর্বটা সেরেছিলেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও ভারতের নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ঝটপট হানিমুনেও ঘুরেছেন ইউরোপ।
তারপর যে যার দেশে ফিরে আটকে গেলেন লকডাউনে।
অথচ বিয়ের পর পরিকল্পনা ছিল, দ্রুতই এক ছাদের নিচে সংসার গোছাবেন দুজনে। অবশেষে টানা পাঁচ মাস পর এই দম্পতি ১৫ আগস্ট মিলিত হলেন বাংলাদেশ-ভারত সীমান্তে। মানে বাংলাদেশ থেকে মিথিলা যান ভারতে, পেট্রাপোল সীমান্তে তাকে বরণ করবার জন্য ঠায় দাঁড়িয়ে ছিলেন সৃজিত। এ সময় মিথিলার সঙ্গে দেখা গেছে তার কন্যা আইরাকে।
খুশির খবরটি সোশ্যাল মিডিয়ায় ঐতিহাসিক এক ক্যাপশন আর ছবি দিয়ে জানিয়েছেন খোদ সৃজিত। লিখেছেন, ‘১৯৪৭ সালের ১৫ আগস্টে ঘৃণার কারণে অনেকেই সীমান্ত পার হয়েছিলেন। আর ২০২০ সালের ১৫ আগস্ট ভালোবাসার জন্য দুজন ফের সীমানা পার হলো।’
এর আগে গত ৫ মাসে গান-কবিতায় সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রায়শই এক হলেও করোনাকালের কারণে দুজনের সাক্ষাৎ হয়নি। সেটা নিয়ে আক্ষেপও পাওয়া গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সেই বিরহবাস কেটে গেলো তাদের।

তবে আপাতত কলকাতায় শ্বশুরবাড়ি গিয়ে চুপচাপই আছেন মিথিলা। এখনও জানানটি তার কোনও প্রতিক্রিয়া।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন মিথিলা-সৃজিত। এদিন ছিল বাবরি মসজিদ ধ্বংসের দিন। তাই অনেকেই বলছেন, হিন্দু-মুসলিম মৈত্রীর বার্তা দিয়ে বিয়েটি করলেন দুই বাংলার তারকা দম্পতি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!