সম্প্রতি প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের নতুন গানচিত্র ‘ছুতো...’।
গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন পাভেল আরীন। প্রকাশ করেছে আজব রেকর্ডস।
আজব কারখানার ব্যানারে এর ভিডিও তৈরি করেছেন বর্ণ চক্রবর্তী। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন জয় শাহরিয়ার নিজেই।
জয় বলেন, ‘এই গানটির অডিও প্রকাশ পায় ২০১৩ সালে। সিঙ্গেল হিসেবে বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করেছিলাম। তখন আমাকে সবাই পাগল বলেছিলো। একটা গান প্রকাশ, তাও আবার অনলাইনে! অথচ সেটাই এখন নিয়মে দাঁড়িয়েছে। যেহেতু কোনও ভিডিও ছিলো না, সেই ভেবে চলমান ঘরবন্দি সময়ে নিজের বাসার ছাদে দাঁড়িয়ে কাজটি করে ফেলি। সত্যি বলতে, দর্শকদের কাছে গানটি নিয়ে আরেকবার পৌঁছানোর ছুতো মাত্র!’