X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

কেট উইন্সলেটের অনুশোচনা

বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

কেট উইন্সলেট ‘টাইটানিক’ ছবির কথা বললেই মনে পড়ে হলিউডের অপরূপা কেট উইন্সলেটকে। তার বিখ্যাত ছবির তালিকায় আরও আছে ‘দ্য হলিডে’ (২০০৬), ‘রেভোল্যুশনারি রোড’, ‘দ্য রিডার’ (২০০৮) প্রভৃতি।

ক্যারিয়ারের দুটি ছবি নিয়ে অনুতপ্ত এই অস্কারজয়ী অভিনেত্রী। কারণ এগুলো বানিয়েছেন যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত দুই পরিচালক। এর মধ্যে ‘কারনেজ’ (২০১১) নির্মাণ করেন রোমান পোলানস্কি। আর ‘ওয়ান্ডার হুইল’ (২০১৭) ছবির নির্মাতা উডি অ্যালেন। উভয়ের সঙ্গে কাজ করায় অনুশোচনায় পোড়েন ৪৪ বছর বয়সী এই তারকা।

‘ওয়ান্ডার হুইল’ ছবিতে কেট উইন্সলেট কানাডায় শুরু হওয়া টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কেট উইন্সলেটের নতুন ছবি ‘অ্যামোনাইট’-এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছে শুক্রবার (১১ সেপ্টেম্বর)। এ উপলক্ষে আমেরিকার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অনুশোচনা নিয়ে মুখ খোলেন তিনি। তার কথায়, ‘এখন মনে হয়– এ আমি কী করেছি? ধ্যাৎ, কেন যে উডি অ্যালেন ও রোমান পোলানস্কির সঙ্গে কাজ করতে গেলাম। চলচ্চিত্র দুনিয়ায় তারা এত সম্মানজনক অবস্থান কীভাবে ধরে রেখেছিলেন তা এখন আমার কাছে অবিশ্বাস্য ঠেকে। এটা পুরোপুরি লজ্জাকর ব্যাপার।’

‘কারনেজ’ ছবির দৃশ্যে কেট উইন্সলেট ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে উইন্সলেট আরও বলেন, ‘উডি ও পোলানস্কি উভয়ের সঙ্গে কাজ করার দায় মাথা পেতে নিচ্ছি। আমি চাইলেই ঘড়িকে উল্টো দিকে নিতে পারবো না। এ কারণে আক্ষেপটা থেকেই যাচ্ছে। কিন্তু আমরা এসব ব্যাপারে সত্যটা না বলতে পারলে বাকি থাকলো কী?’

উডি অ্যালেন, কেট উইন্সলেট ও রোমান পোলানস্কি অবশ্য উডি ও পোলানস্কি দু’জনকেই প্রশংসায় ভাসিয়েছেন উইন্সলেট। তার মন্তব্য, ‘উডির ব্যক্তিজীবন ও পরিবারের ব্যাপারে কিছুই জানি না। এসব ঘটনা (যৌন হয়রানি) সত্যি নাকি মিথ্যা অভিনয়শিল্পীদের সেসব জানার কথাও নয়। এটা ঠিক, উডি অ্যালেন চমৎকার একজন পরিচালক। একইভাবে রোমান পোলানস্কি গুণী নির্মাতা। তাদের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার। এটাই সত্যি।’
কেট উইন্সলেট ব্রিটিশ নির্মাতা ফ্রান্সিস লি পরিচালিত ‘অ্যামোনাইট’ ছবিতে ব্রিটিশ মস্তিষ্ক বিশেষজ্ঞ মেরি অ্যানিং চরিত্রে অভিনয় করেছেন কেট উইন্সলেট। ১৮৪০ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এটি।

কেট উইন্সলেটের হাতে এখন আছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার টু’। ‘টাইটানিক’ মুক্তির ২৫ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন তারা।


/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...