X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অ্যামাজন প্রাইমে বান্নাহর দুই স্বল্পদৈর্ঘ্য!

বিনোদন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:১১


সহশিল্পীদের মাঝে বান্নাহ টিভিকেন্দ্রীক হতাশার অন্ধকার টানেল পেরিয়ে খানিক আলোর রেখা মিলছে দেশের নাট্য নির্মাতাদের সূত্র ধরে। ক্রমশ খবর মিলছে, আন্তর্জাতিক অ্যাপ আর ওয়েবভিত্তিক প্ল্যাটফর্মের সঙ্গে নির্মাতাদের যুক্ত হওয়ার খবর।

সেই সু-খবরের নতুন পালক যুক্ত করলেন মাবরুর রশিদ বান্নাহ। শনিবার দুপুরে জানালেন, অ্যামাজন প্রাইমে উঠছে তার দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র! একটি নির্মাণে, অন্যটি অভিনয়ে! বান্নাহ জানান, বিশেষ এই দুটি ছোট চলচ্চিত্রের একটি হচ্ছে ‘ম্যাডবয়-রিলঞ্চড’, অন্যটি হচ্ছে ‘আমার অপরাধ কী?’।
এর আগে দেশের প্রথম ভার্টিকাল ড্রামা হিসেবে ‘ম্যাড বয়’-এর তিন কিস্তিতে অভিনয় করেছিলেন বান্নাহ। তবে ওই কাজগুলো সিরিয়াস অভিনেতা হিসেবে করেননি। বান্নাহ বললেন, ‘‘এবারের ‘ম্যাড বয়’ একেবারে নতুন করে শুরু। আগের তিনটির সঙ্গে তেমন কোনও মিল নেই।’’
বান্নাহ ছাড়াও এতে অভিনয় করেছেন মনিরা মিঠু, তানজিম অনিক প্রমুখ।
এদিকে গেল ঈদে নাটক হিসেবে ইউটিউবে প্রকাশ পায় বান্নাহর নির্দেশনায় ‘আমার অপরাধ কী?’। নাটক হিসেবে ইউটিউবে উন্মুক্ত করা হলেও অ্যামাজন প্রাইমে যাবে শর্টফিল্ম হিসেবে। নির্মাতা বলেন, ‘‘শর্টফিল্ম নয়, দর্শক ইউটিউবে নাটক লিখে সার্চ করে। সেজন্য নাটক নামেই উন্মুক্ত করা হয়েছিল। তবে একজন নির্মাতার ‘পয়েন্ট অব ভিউ’ এটি নাটক নয়। এটির ব্যাপ্তি নাটকের মতো নয়। ফখরুল রিয়ায় সহযোগিতায় গল্প পরিবর্তন করে পুনরায় সম্পাদনা করে এর মধ্যে বেশ কিছু পরিবর্তন করে শর্টফিল্ম হিসেবে মুক্তি দিচ্ছি এবার।’’
বান্নাহ বলেন, ‘শুধু বাংলাদেশ ও ইন্ডিয়ার জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে সীমাবদ্ধ নয়, বাংলাদেশি নির্মাতা হিসেবে আমার কনটেন্টগুলো বিশ্বের বিভিন্ন ওটিটি প্লাটফর্মে পাওয়া যাবে। বিশ্ববিখ্যাত অ্যামাজন প্রাইম দিয়েই ওটিটিতে কাজ শুরু করলাম। এটা ভালোলাগার বিষয়।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!