X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ছেলের জন্মদিনে শাকিব খানের আবেগী শুভেচ্ছাবার্তা

বিনোদন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৩

ছেলের জন্মদিনে শাকিব খানের আবেগী শুভেচ্ছাবার্তা ঢালিউডের শীর্ষ দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়। বাবা-মা সূত্রে পেয়েছে তারকা খ্যাতিও। ২০১৭ সাল থেকে যার জন্মদিনটি বেশ জাঁকালোভাবে আয়োজন হয়ে আসছে।
তবে এবার সেটা হচ্ছে না। আজ (২৭ সেপ্টেম্বর) আব্রামের জন্মদিন হলেও থাকছে না কোনও আনুষ্ঠানিকতা। বিপরীতে ছেলের জন্মদিনকে ঘিরে শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে প্রকাশ করেছেন আবেগী এক শুভেচ্ছাবার্তা।
মায়ের কাছে থাকা ছেলে জয়কে উদ্দেশ্য করে এই নায়ক লিখেছেন, ‘‘আমার ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। সেসব ছাপিয়ে এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি- আমার ‘জয়’ বাবা। ইনশাআল্লাহ, একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে। ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সকল সীমানাকেও। তোমার চলার পথে বাবা আমৃত্যু ছায়া হয়ে পাশে থাকবে, যেমনটা এখনও আছে।’’
ছেলের সঙ্গে এক ঘরে থাকতে না পারার অনুশোচনা নিয়ে শাকিব খান বলেন, ‘এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়। তোমাকে আমি সবসময় এবং আজীবন ভালোবাসি বাবা।’

আমার এই ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড়...

Posted by Shakib Khan on Sunday, September 27, 2020


এদিকে এবার জয়ের জন্মদিনকে ঘিরে বড় কোনও আনুষ্ঠানিকতা না করার কারণ হিসেবে জানা গেছে, চলতি মাসেই আব্রামের নানি অর্থাৎ অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন। গত ১৮ সেপ্টেম্বর মারা যান তিনি। মূলত আব্রামের জন্মদিনের সব আয়োজন তিনিই করতেন। তাই মাকে হারানোর শোকে এবার থাকছে না জন্মদিনের কোনও আয়োজন।
অপু বিশ্বাস বলেন, ‌‘জয়ের দিদা (নানি) নেই। তিনিই সব আয়োজন করতেন। জয়ের দিদার একটাই স্বপ্ন ছিল, তার নাতি যেন মানুষের মতো মানুষ হয়। বাকি জীবন আমি সেই চেষ্টাটাই করবো।’
২০১৭ সালের ১০ এপ্রিল আব্রাম খান জয়ের কথা জানতে পারে দর্শকরা। দীর্ঘদিন লোকচক্ষুর আড়াল থেকে বেরিয়ে এসে একটি টিভি চ্যানেলে জয়কে নিয়ে হাজির হন অপু। জানান, শাকিব খান জয়ের বাবা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জয়ের জন্ম। শাকিব-অপু ২০০৮ সালে বিয়ে করেছিলেন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র