X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

করোনা নয়, ক্যানসারে বাবা হারালেন অভিনেতা আফরান নিশো

বিনোদন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১২:১৪আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৭:৫০

করোনা নয়, ক্যানসারে বাবা হারালেন অভিনেতা আফরান নিশো করোনাভাইরাস নয়, ক্যানসারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন অভিনেতা আফরান নিশোর বাবা মো. আব্দুল হামিদ মিয়া। 
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেন, ‘বেশিরভাগ সংবাদমাধ্যমে খবর এসেছে আঙ্কেল করোনায় মারা গেছেন। এটা শতভাগ ভুল তথ্য। আঙ্কেল অনেকদিন ধরেই লাং ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুর কারণও সেটি। উনার মধ্যে করোনা সিম্পটমও ছিলো না।’
জানা গেছে, মো. আব্দুল হামিদ মিয়া টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরিয়ান বেলা ১২টার দিকে পারিবারিক বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে জানান, ‘নিশো ভাইসহ পরিবারের অন্য সদস্যরা এখন হাসপাতাল থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সেখানেই পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা