X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পূজার উপহার দিলো শিল্পী সমিতি

বিনোদন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ০৯:২০আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৫:৪৩

উপহার তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে গত কয়েকটি ঈদে শিল্পীদের দেওয়া হয়েছিল উপহার সামগ্রী। অসচ্ছলদের জন্য ছিল আর্থিক সহায়তাও।
এবার আসন্ন শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় উপহার দিলো সমিতি। পাশাপাশি ছিল নগদ অর্থও। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান।

গতকাল (২০ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সমিতির কার্যালয়ে ৩১ জন শিল্পীর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অঞ্জনা, অরুণা বিশ্বাস, মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, আলেকজান্ডার বোসহ অনেকে।

জায়েদ খান বলেন, ‘চারদিকে এখন সবাই অসহিষ্ণু হয়ে উঠছে। এ সময়ে আমাদের সাম্প্রদায়িকতা ভুলে এক থাকতে হবে। আবার করোনায় মানুষ তাদের প্রিয় উৎসবটিকেও আনন্দের সঙ্গে পালন করবে সে পরিবেশ নেই, সে ক্ষমতা নেই। হয়তো একসময় সব ঠিক হয়ে যাবে। এই মাঝের সময়টাতেই সবার সহযোগিতা দরকার। তাই আমরা চেষ্টা করছি শিল্পীদের খোঁজ-খবর নেওয়ার। তাই এই আয়োজন।’

জানা যায়, এবারের উপহার সামগ্রীর মধ্যে আছে শাড়ি, ধুতি, খাদ্যদ্রব্য ও পূজার খাবার বানানোর নানা উপকরণ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান