X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

এক ধর্ষিত মেয়ের গল্প

বিনোদন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ২২:০৬আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২৩:১৮


মনোজ ও ফারিন গাড়িতে ঘটে যাওয়া একটি ধর্ষণ ঘটনা নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম। এর নাম ‘গল্পটা আমার’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন।

অর্পিতা সরকারের গল্প অবলম্বনে টেলিফিল্মের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অভিজিৎ ঘোষ শুভ।
এর কাহিনিটি এমন- রক্ষণশীল পরিবারের মেয়ে ফারিন। জন্মদিন পালন করতে প্রেমিকের বাসায় যায়। রাতে সেখান থেকে ফেরার পথে গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করে কোনও সমাধান হচ্ছিল না। এদিকে বাসা থেকে তার বাবা বারবার ফোন করে। এসময় একটা মাইক্রোবাস তার সামনে দাঁড়ায়। ড্রাইভার ‘কোথায় যাবেন’ বলে ডাকাডাকি করে। ফারিন গন্তব্য বললে ড্রাইভার তাকে গাড়িতে উঠতে বলে। মাইক্রোবাসে আরও কয়েকজন লোক ছিলো। ফারিন একটু দ্বিধা করলেও বোরকা পরা একজনকে দেখে আশ্বস্ত হয়। কিছুদূর যাওয়ার পর গাড়ির ভেতরের লোকজনের আচরণ তার ভেতরে সংশয় তৈরি করে। নেমে যাবে সে উপায়ও নেই। তারা গাড়ি থামাচ্ছে না। একসময় শিকার হয় ধর্ষণের।
এতে ধর্ষিত মেয়ে হিসেবে অভিনয় করেছেন ফারিন। আর তার প্রেমিক মনোজ কুমার। আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অভিজিৎ ঘোষ শুভ জানান, ধর্ষণ ঘটনা এখন অনেক বেশি বেড়ে গেছে। এটি এখন সামাজিক ব্যধি। তাই এই সমস্যা নিয়ে নাটকটি তৈরি।

জানা যায়, আগামী ৩১ অক্টোবর রাত ৮টা ৩০ মিনিটে এটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা