X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

লিও-ই অস্কারটা বাড়ি নিয়ে যাবে: কেট

মাহমুদ মানজুর
২১ জানুয়ারি ২০১৬, ১৪:২৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৯

কেট-লিও হঠাৎ করেই আলোচনায় উঠে এলো ‘টাইটানিক’খ্যাত কেট-লিও জুটি। তবে কোনও ছবিতে জুটি বেঁধে নয়। সম্প্রতি গোল্ডেন গ্লোব আসর থেকে এ জুটি সবার নজর কাড়েন নতুন করে।
আলাদা দুটি ছবির জন্য তারা জয় করেন গোল্ডেন গ্লোব অ্যওয়ার্ড। ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য সেরা অভিনেতা হন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ‘স্টিভ জবস’ এর জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান কেট উইন্সলেট।
তবে সদ্য আলোচিত অস্কার নমিনেশনে কেটের নাম না উঠলেও আছে লিও’র নাম। এখানেও ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য এ বছরের অস্কারে সেরা অভিনেতার দৌড়ে রয়েছেন তিনি। একই সঙ্গে ‘স্টিভ জবস’ ছবিতে কেটের সহ-অভিনেতা মাইকেল ফ্যাসবেন্ডারও মনোনীত হয়েছেন। লিওনার্দো ডিক্যাপ্রিও যে ক্রমশ অস্কারের আইকন হয়ে উঠছেন, সেটা সকলেরই জানা। সে ধারণায় নতুন করে ধার দিলেন কেট। সহ-অভিনেতাকে পাশ কাটিয়ে অস্কারে এগিয়ে রাখলেন লিও’কে।
কেটের মতে, লিও এ বছর অস্কার পাবেনই। গোল্ডেন গ্লোব’টা পেয়ে গিয়েছেন বলেই বোধহয় তার কণ্ঠে লিও প্রসঙ্গে এমন প্রত্যয়! কেটের ভাষায়, ‘লিও-ই অস্কারটা বাড়ি নিয়ে যাবে। আপনারাও নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। ওর জন্যই সকলে অপেক্ষা করছে এখন’।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা