X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আবৃত্তিশিল্পী কাজী আরিফের চিরবিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ০০:২৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৩:১৯

কাজী আরিফ চিরবিদায় নিয়ে চলে গেলেন আবৃত্তিশিল্পী, মুক্তিযোদ্ধা ও স্থপতি কাজী আরিফ। যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই সেন্ট লুকাস হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। 
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্ল্যাহ শনিবার (২৯ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 
জানা গেছে, মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাজী আরিফ। গত ২৫ এপ্রিল এখানেই তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সফলও হয়েছিল অস্ত্রোপচার। কিন্তু হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ কারণে তাকে কৃত্রিম শ্বাস (লাইফ সাপোর্ট) দিয়ে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেলো না। 
এদিকে কাজী আরিফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। তিনি এই সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। তিনি মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা। তার স্ত্রী প্রজ্ঞা লাবণীও আবৃত্তিশিল্পী। তাদের সংসারে আছে দুই কন্যা। 
কাজী আরিফের জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা সদরের কাজীকান্দা গ্রামে। বেড়ে উঠেছেন চট্টগ্রামে। বাবা কাজী আজিজুল ইসলাম পাকিস্তান ইউনাইটেড ব্যাংকে চাকরি করতেন। মা কাজী নিন্নি ইসলাম। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। স্কুল-কলেজ জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারপর ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)।
সাংস্কৃতিক পরিমণ্ডলে কাজী আরিফের পদচারণা কলেজ জীবন থেকে। ৬৯-এর গণআন্দোলনে রাজনৈতিক সভায় প্রথম কবিতা পাঠের মাধ্যমে শুরু হয় তার আবৃত্তি জীবন। তার প্রথম আবৃত্তির অ্যালবাম ‘পত্রপুট’ প্রকাশিত হয় ১৯৮০ সালে। আরেকটি উল্লেখযোগ্য আবৃত্তির অ্যালবাম ‘তাম্রলিপি’ অন্যতম। তার প্রায় ১৭টির মতো আবৃত্তির অ্যালবাম এসেছে বাজারে।
/এম/জেএইচ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে