X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘এই আয়োজন পরিণত হবে দেশের সব সাংস্কৃতিক কর্মীর বৃহৎ উৎসবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ২১:০৫আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২১:০৯

ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসবের সংবাদ সম্মেলনে আয়োজকরা (ছবি: শাহেদ শফিক) রবীন্দ্র বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হকের জন্মবার্ষিকী আগামী ১৬ মার্চ। এ উপলক্ষে কণ্ঠশীলন আয়োজন করেছে ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব’। সংগঠনের ৩৪ বছর পূর্তি উদযাপনও হবে এর মাধ্যমে।

আগামী ১৬ মার্চ সকাল ১০টায় ঢাকার শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে এই আয়োজন। পরদিন ১৭ মার্চও হবে উৎসব। বুধবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এব তথ্য জানায় কণ্ঠশীলন।

‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০১৮’ উদযাপন কমিটির আহ্বায়ক করা হয়েছে গোলাম সারোয়ারকে। তিনি বলেছেন, ‘আমাদের বিশ্বাস, এই আয়োজন দেশের সব সাংস্কৃতিক কর্মীর বৃহৎ উৎসবে পরিণত হবে।’

কণ্ঠশীলনের সভাপতি গোলাম সারোয়ার আরও বলেন, ‘৫৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ওয়াহিদুল হক। বাংলা ও ইংরেজি দুই ভাষাতে লিখেছেন তিনি। তার অপ্রতিরোধ্য ও পাণ্ডিত্যপূর্ণ কথা সবাই কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। আমরাও উৎসবের মধ্য দিয়ে তাকে স্মরণ করছি।’

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা