X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে ঢাবি কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব

বিনোদন প্রতিবেদক।।
১২ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৮

3-Dec-play-THE-BENT সপ্তাহব্যাপী ‘দশম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০১৫’ আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগ। ‘শিল্পের মুক্ত ভাষা অভিমুখে’- স্লোগান নিয়ে ৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় এ উৎসব শুরু হবে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নাট্যজন আসাদুজ্জামান নূর। উৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাবি’র কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান ও দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকবে উদ্বোধনী নৃত্য প্রদর্শনী। পরিবেশন করবেন কাজী তামান্না হক সিগমা ও অমিত চৌধুরী।

উৎসবের উদ্বোধনী দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে মার্টিন শেরম্যানের নাটক ‘দ্য বেন্ট’। নাটকটি অনুবাদ ও নির্দেশনায় রয়েছেন শাহারুল ইসলাম। এ ছাড়া পর্যায়ক্রমে প্রতি সন্ধ্যায় মঞ্চস্থ হবে আরও ছয়টি নাটক।

এরমধ্যে রয়েছে সাইমা ফারজানার নির্দেশনায় ‘কালের যাপনরঙ্গ’, নাজমুল হুদা সাকীর নির্দেশনায় ‘ডেথ নকস্’, কামরুল ইসলামের রচনা ও নির্দেশনায় ‘ভস্ম’, সাওগাতুল ইসলাম হিমেলের নির্দেশনায় ‘৪.৪৮ সাইকোসিস’, ইশতিয়াক খান পাঠানের নির্দেশনায় ‘ক্রেভ এ্যান্ড নট ক্রেভ’ ও ধীমান চন্দ্র বর্মনের নির্দেশনায় ‘ব্রাত্য’।

8-Dec-play-BRATTYA

 

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা