X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

একান্ত সাক্ষাৎকারে সেই ‘হেনা’

বিনোদন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ১৬:৫৩আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১২:১৩

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়, ‘চাচা, হেনা কোথায়?’-এই সংলাপটি। ১৯৯৬ সালের ২৬ জুলাই মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমায় সংলাপটি নতুন করে সবার মুখে মুখে ফিরতে থাকে। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বাপ্পারাজ। আর হেনার চরিত্রে অভিনয় করেন শাবনাজ।

তবে শুধু সংলাপেই সীমাবদ্ধ নেই, এবারের ঈদের পোশাক থেকে শুরু করে গান কিংবা নাটক- সর্বত্র চলছে ‘হেনা’ ট্রেন্ড। এমনকি এই প্রথমবার ‘হেনা’ চরিত্রে অভিনয় করা শাবনাজ কথা বলবেন দেশের একটি টেলিভিশন চ্যানেলে।

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসছেন শাবনাজ। এই অনুষ্ঠানেই তিনি বলেছেন, “অনেকে তো এখন আমাকে ‘হেনা আপা’ নামেই সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সাথে বিস্ময়কর। কারণ আজকাল তো বেশিরভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয়। সে ক্ষেত্রে ২৯ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে। এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচকভাবে চর্চা করছেন, বিষয়টি অনেক বেশি ভালো লাগার। ভালো সিনেমার শক্তি এখানেই।”

প্রায় দুই যুগের বেশি সময় হলো শাবনাজ অভিনয় থেকে দূরে আছেন। তবে তিনি এখনও দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘লাভ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল। সেই দাগ এখনো রয়ে গেছে। একই বছর একই পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রীম পারিশ্রমিকও নিয়েছিলেন সে সময়ের সবচাইতে সফল জুটি শাবনাজ-নাঈম।

তবে বিশেষ একটি কারণে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন, সিনেমাটিতে কাজ করবেন না।

পরবর্তীতে মৌসুমী-সালমান শাহের চলচ্চিত্রে অভিষেক ঘটে এই সিনেমার মাধ্যমে।

উল্লেখ্য, ১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রাজকীয় অভিষেক হয়েছিল শাবনাজের। প্রথম সিনেমার জন্য সে সময় ৫০ হাজার পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

এরকম না বলা অনেক গল্পই জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ শেয়ার করেছেন ঈদের বিশেষ ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে।

রুম্মান রশীদ খান ও অর্চি রহমানের সঞ্চালনায়, প্রযোজনায় জোবায়ের ইকবাল। ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে, ঈদের পরের দিন সকাল ৭টায়।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব