X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

নিখোঁজ লাইজুর ভূত হয়ে ফেরা!

বিনোদন রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ১২:৪৭আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৪:৫৫

সাদিয়া আয়মান, মুশফিক আর ফারহান ও শরাফ আহমেদ জীবনকে নিয়ে ঈদের নাটক ‘লাইজু’ নির্মাণ করলেন এ কে পরাগ।

মাইকে একটি ঘোষণার মধ্য দিয়ে নাটকের গল্পের শুরু। গোষণাটি এমন, ‘লাইজু নামের একটা মেয়ে হারানো গিয়েছে। মেয়েটি ঠিক মতো কথা বলতে পারে না। কোনও সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পায় তাহলে কাবিলপুর বাজারে চিশতী ফকিরের কাছে পৌঁছে দেওয়ায় জন্য অনুরোধ করা হলো। ‘লাইজু’ নাটকে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান এরপর এই লাইজুকে ঘিরে কাবিলপুর গ্রামে গড়ায় অনেক জল।

গ্রামের এমনই এক জটিল গল্পে নির্মিত হলো ঈদের নাটক ‘লাইজু’। সিএমভি’র ব্যানারে এ কে পরাগের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মুশফিক আর ফারহান ও শরাফ আহমেদ জীবন।

সদ্য নির্মিত এই বিশেষ নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন ভাস্কর জনি। ‘লাইজু’ নাটকের একটি দৃশ্য নির্মাতা জানান, গল্পের এক পর্যায়ে ঠিকই ফিরে আসে লাইজু। কিন্তু তাকে কেউ ভূত মনে করে। কেউ পাগল ভাবে। চলতে থাকে কাবিলপুর গ্রামের লাইজুকে ঘিরে গ্রাম্য রাজনীতি। ‘লাইজু’ নাটকের একটি দৃশ্য নির্মাতা এ কে পরাগ বলেন, ‘ঈদে অসংখ্য নাটক নির্মাণ হয় বটে। যার বেশিরভাগই কমেডি ঘরানার। তবে এবার আমি চেষ্টা করেছি একটু সিরিযাস গল্প বলতে। যেখানে গ্রামীন জীবনের বাস্তব চিত্র তুলে ধরা যায়। এরমধ্যে মজার ঘটনাও রয়েছে আবার সিরিয়াস প্রেমের রসায়নও থাকছে। মোটমিলিয়ে আমি মনে করি ঈদে দর্শকদের জন্য এটা দারুণ একটা কনটেন্ট।’ ‘লাইজু’ নাটকে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান ‘লাইজু’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘লাইজু’সহ প্রায় ২০টি কনটেন্ট উপহার দিচ্ছেন দর্শকদের। যার সব ক’টি ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে, সিএমভির ইউটিউব চ্যানেলে।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’
‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’