X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা

বিনোদন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৬:৩৩আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৭:৫৮

অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রথম দেশীয় সিনেমা ‘ফাতিমা’। গত বছর ২৪ মে এটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে। তারও আগে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। এমনকি এই সিনেমায় অভিনয়ের জন্য ফারিণ সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন সেখান থেকে। দর্শক-সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয় সেটি।

উৎসব ও প্রেক্ষাগৃহ ঘুরে সেই সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ১৭ এপ্রিল বঙ্গতে মুক্তির খবর নিশ্চিত করেছেন নির্মাতা ধ্রুব হাসান নিজেই। 

এই আবেগঘন ও ভাবনার উদ্রেককারী সিনেমাটিতে একজন নারীর অতীত-বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে গড়ে উঠেছে এক হৃদয়স্পর্শী গল্প। শুরুতে এই সিনেমার নাম ঠিক করা হয় ‘দাহকাল’। এই নামেই শুটিং শুরু হয়। পরবর্তীতে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’।

তাসনিয়া ফারিণ ছাড়াও এখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। সিনেমার আরেকটি দৃশ্যে ফারিণ সিনেমাটি নির্মাণে সময় লেগেছে টানা ৮ বছর। আট বছর পর ২০২৪ সালে এটি মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে তাসনিয়া ফারিণ বলেন, “প্রায় আট বছর পর যখন পরিচালক হঠাৎ ফোন করে বললেন, সিনেমাটি শেষ করবেন, তখন আমি অবাক হয়েছিলাম। কিন্তু ‘ফাতিমা’ শেষ করা, মুক্তি পাওয়া এবং এটা থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়া ছিল অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। এবার সেটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। এটিও সুন্দর একটি খবর আমার জন্য।”

বলা দরকার, সিনেমাটি লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করেছিল সেরা চলচ্চিত্রের পুরস্কার। 

এদিকে ওটিটিতে মুক্তি প্রসঙ্গে নির্মাতা ধ্রুব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওটিটিতে অবশেষে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে এ জন্য যে এতে আমার অনেক বন্ধুরা; যারা দেশের বাইরে থাকে, তাদের দেখার সুযোগ হবে। এছাড়া একটা বড় দর্শক ওটিটির মাধ্যমে দেখতে পাবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, এতে আমি আনন্দিত।’ সিনেমার একটি দৃশ্য বলা দরকার, এর আগে ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির ঘোষণা এলেও অজানা কারণে তখন সেটি হয়নি।

/সিবি/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
দৃষ্টিহীন মানুষের সিনেমা দেখার সুযোগ!
দৃষ্টিহীন মানুষের সিনেমা দেখার সুযোগ!
ওটিটিতে ‘ফাতিমা’
ওটিটিতে ‘ফাতিমা’
জুটি বাঁধছেন রাজ-ফারিণ, থাকছেন মোশাররফও
জুটি বাঁধছেন রাজ-ফারিণ, থাকছেন মোশাররফও
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ