X
বুধবার, ১৬ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

এই ঈদেও মুক্তি পাচ্ছে গত ঈদের ৪ ছবি!

বিনোদন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৭:০৭আপডেট : ০৩ জুন ২০২৫, ১৩:৩২

শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’, সবগুলো সিনেমা এবার একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ওটিটিতে। এ এক দারুণ ব্যপারই বটে!     

সিনেমাগুলো ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। চার সিনেমা নিয়ে চরকির এই আয়োজনের নাম দেয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’ পাওয়ার্ড বাই গ্রামীণফোন।

রোজার ঈদের তুমুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার পরিচালিত প্রথম সিনেমাতেই করেছেন বাজিমাত। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন অবতারে হাজির হন শাকিব খান। ‘বরবাদ’ সিনেমায় শাকিব খান ও ইধিকা পাল প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, “বরবাদ’ ব্যবসা সফল একটি সিনেমা।  দেশ-বিদেশের অনেক মানুষ বরবাদ দেখেছেন, আবার অনেকে এখনও দেখার সুযোগ পাননি। তারা এখন সিনেমাটি দেখার সুযোগ পাবেন ওটিটিতে।”

‘দাগি’ সিনেমার মাধ্যমে রোজার ঈদে বড় পর্দা কাঁপিয়েছেন নির্মাতা শিহাব শাহীন এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আলোচিত সিনেমাটি কোরবানি ঈদে ওটিটিতে দেখতে পারবেন দর্শকরা।

আফরান নিশো এ বিষয়ে বলেন, “এই ঈদে সিনেমা হলের আনন্দ হবে ঘরে  বসেই। ‘দাগি’ আসছে চরকিতে। পরিবার নিয়ে ঘরে বসেই দেখুন সিনেমাটি।” ‘দাগি’ সিনেমায় আফরান নিশো ‘দাগি’ সিনেমার পরিচালক শিহাব শাহীন বলেন, ‘আমার বিশ্বাস আমার  সিনেমাটি চরকির দর্শক পছন্দ করবে। অনেকেই যারা সিনেমাটি দেখতে পারেননি, তারা দেখার সুযোগ পাবেন এবং আমার আশা দর্শকদের ভালো লাগবে।’

রোজার ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের কাঁদিয়েছে ‘জংলি’। পর্দায় জনি ও পাখির সম্পর্কের রসায়ন দর্শকদের নিয়ে গেছে এক ইমোশনাল রোলারকোস্টারে।

অভিনেতা সিয়াম আহমেদ বলেন, “অনেক বছর পর পরিবার নিয়ে দেখার মতো  একটি সিনেমা নির্মিত হয়েছে। আমরা পুরোপুরি কমার্শিয়াল প্যাকেজিংয়ে ‘জংলি’ বানিয়েছি। সাধারণত ঈদের ছুটিতে সবাই পরিবারের সঙ্গে সময় কাটান, আনন্দ করেন। সেই আনন্দে এবার যুক্ত হতে পারে ‘জংলি’। আমার বিশ্বাস সিনেমাটি সবাইকে নতুন ভাবনার খোরাক দেবে। পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে সিনেমাটি।” ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদ ও শবনম বুবলী সম্পর্ক, নানা জটিলতা আর রহস্যে ঘেরা সিনেমা ‘চক্কর ৩০২’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মইনুল নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নির্মাতা শরাফ আহমেদ জীবন বলেন, “থ্রিলার ঘরানার সিনেমা ‘চক্কর ৩০২’। এখানে গল্প, রহস্য আর অভিনয় দারুণভাবে মিশে গেছে। দেশ-বিদেশে মোশাররফ  করিমের ভক্তরা সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করেছেন। তারা আমাকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছেন সিনেমাটি দেখার আগ্রহের কথা। এবার আমি বলতে পারছি, আপনাদের অপেক্ষার অবসান হলো। সিনেমাটি দেখবেন এবং কেমন লাগলো জানাবেন।” ‘চক্কর ৩০২’ সিনেমায় মোশাররফ করিম এদিকে, এমন আয়োজন প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদের সময় দর্শকরা আনন্দ করতে চায়, ভালো সময় কাটাতে চায়, পরিবার–স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়। দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা।’

উল্লেখ্য, সিনেমা চারটি মুক্তির তারিখ শিগগিরই জানানো হবে চরকির ফেসবুক পেজে।

/সিবি/
সম্পর্কিত
গ্রিনকার্ড রক্ষায় ছুটলেন শাকিব খান
গ্রিনকার্ড রক্ষায় ছুটলেন শাকিব খান
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার বিশ্বজুড়ে ‘দেয়ালের দেশ’
এবার বিশ্বজুড়ে ‘দেয়ালের দেশ’
‘আলী’র ট্রেলারে ইরফান চমক!
‘আলী’র ট্রেলারে ইরফান চমক!
নারীর সাহস ও স্বর তুলে ধরবেন তোরসা
নারীর সাহস ও স্বর তুলে ধরবেন তোরসা
কনসার্টে ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার
কনসার্টে ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার
‘এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে’
‘এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে’