যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুঃসময় পেরিয়ে জৌলুস ছড়াবে অস্কারে। রবিবার (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা) ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম জানা যাবে। এবারের আসরে মনোনীতদের রেকর্ড ভাঙার খতিয়ান, বিরল ঘটনা ও অন্যরকম কিছু বিষয় জেনে নিন।
আট মিনিটের অভিনয়
‘কনক্লেভ’ ছবিতে আট মিনিটের অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন ইতালির ইজাবেলা রসেলিনি। তবে অস্কারের ইতিহাসে এর চেয়েও ছোট দৈর্ঘ্যের অভিনয়ের জন্য স্বীকৃতি পাওয়ার উদাহরণ আছে। ‘নেটওয়ার্ক’ ছবিতে ৫ মিনিট ২ সেকেন্ড অভিনয় করে আমেরিকান নাট্যশিল্পী ব্রিট্রিস স্ট্রেইট সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন। এরপর জুডি ডেঞ্চ ‘শেক্সপিয়র ইন লাভ’ ছবিতে ৫ মিনিট ৫২ সেকেন্ড অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব অভিনেত্রী হন। বিজয়ীদের বাইরে সবচেয়ে কম সময়ের অভিনয়ের জন্য অস্কার মনোনীত তারকা ধরা হয় ব্রিটিশ অভিনেত্রী হারমায়োনি ব্যাডেলিকে। ১৯৫৯ সালের ‘রুম অ্যাট দ্য টপ’ ছবিতে ২ মিনিট ১৯ সেকেন্ড পর্দায় ছিলেন তিনি।
অস্কারের ইতিহাসে দীর্ঘতম ছবির মধ্যে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘গন উইথ দ্য উইন্ড’, ‘লরেন্স অব অ্যারাবিয়া’ ও ‘বেন-হুর’। এ তালিকায় নাম লেখাতে পারে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত ‘দ্য ব্রুটালিস্ট’ (একটি বিরতিসহ ৩ ঘণ্টা ৩৫ মিনিট)।
মায়ের পথ ধরে
মনোনয়ন তালিকায় থাকা দুই নারী মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন। এবারের আসরে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত ‘আই অ্যাম স্টিল হিয়ার’ তারকা ফার্নান্দা তোরেসের মা ফার্নান্দা মন্টেনেগ্রো ১৯৯৯ সালে ‘সেন্ট্রাল স্টেশন’ ছবির জন্য ব্রাজিলের প্রথম অভিনেত্রী হিসেবে এই বিভাগে মনোনয়ন পান। অন্যদিকে ‘কনক্লেভ’ তারকা ইজাবেলা রসেলিনির মা সুইডিশ কিংবদন্তি ইংরিদ বার্গম্যান অস্কারের সেরা অভিনেত্রী বিভাগে ছয়বার মনোনীত হয়ে দু’বার পুরস্কার জিতেছেন। এছাড়া সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবেও অস্কার পেয়েছেন তিনি।
একের ভেতর চার
‘আনোরা’র পরিচালক শন বেকার প্রথম ব্যক্তি হিসেবে একই চলচ্চিত্রের জন্য চারটি পৃথক বিভাগে অস্কার জিততে পারেন। ছবিটির পরিচালনা ছাড়াও প্রযোজনা, সম্পাদনা ও চিত্রনাট্য তারই। ১৯৫৩ সালে অস্কারের একই আসরে চারটি পুরস্কার জিতেছেন ওয়াল্ট ডিজনি, কিন্তু চারটি ভিন্ন ছবির জন্য। ২০২০ সালে ‘প্যারাসাইট’ ছবির জন্য সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য ও সেরা চলচ্চিত্র প্রযোজক হিসেবে পুরস্কার জিতে বং জুন-হো কাছাকাছি চলে গিয়েছিলেন। ‘প্যারাসাইট’ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতলেও সেটি যায় নির্দিষ্ট দেশের কাছে। তাই তিনটি ট্রফি নিয়ে ঘরে ফেরেন তিনি।
‘আনোরা’ যদি সেরা চলচ্চিত্র পুরস্কার জিততে পারে, তাহলে টানা দ্বিতীয়বার পরিচালক স্বামী ও প্রযোজক স্ত্রীর যৌথভাবে অস্কার পাওয়ার ঘটনা জন্ম নেবে। গত আসরে ‘ওপেনহাইমার’-এর সুবাদে সম্মানজনক পুরস্কারটি বাগিয়ে নেন পরিচালক ক্রিস্টোফার নোলান ও তার স্ত্রী এমা থমাস। তাদের পাশে নাম লেখাতে পারেন শন বেকার ও তার স্ত্রী সামান্থা কোয়ান। তাছাড়া ‘আনোরা’র আগে সর্বশেষ ২০০৭ সালে ‘দ্য ডিপার্টেড’ প্রাপ্তবয়স্কদের উপযোগী ছবি হিসেবে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে।
৫৬ বছর পর
পাঁচ দশকেরও বেশি সময় পর সংগীতনির্ভর দুটি সিনেমা (উইকেড, এমিলিয়া পেরেজ) অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে। সর্বশেষ ১৯৬৯ সালে সংগীতনির্ভর ছবি ‘ফানি গার্ল’ ও ‘অলিভার!’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ স্বীকৃতির জন্য মনোনয়ন পায়। ২০০৩ সালে সর্বশেষ ‘শিকাগো’ সংগীতনির্ভর সিনেমা হিসেবে অস্কারের সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে।
চার যুগ পর বিরল ঘটনা
এবারের আসরে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত পাঁচ জনেরই ছবি জায়গা পেয়েছে সেরা চলচ্চিত্র বিভাগের মনোনয়ন তালিকায়। সর্বশেষ ১৯৭৭ সালে এমনটি ঘটেছিল। সাম্প্রতিক বছরগুলোতে নারীকেন্দ্রিক ছবি ‘নোম্যাডল্যান্ড’, ‘কোডা’ ও ‘এভরিথিং এভরিহ্যার অল অ্যাট ওয়ান্স’ অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
মনোনয়ন পেয়ে শতভাগ জয়ের হার
অ্যাড্রিয়েন ব্রডি ২৩ বছর ধরে অস্কারের একটি রেকর্ড ধরে রেখেছেন। এবার তিনি জিতলে আরেকটি রেকর্ড গড়তে পারেন। আমেরিকান এই তারকা অস্কারের সেরা অভিনেতা বিভাগের সর্বকনিষ্ঠ বিজয়ী। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’ ছবির সুবাদে তিনি এই পুরস্কার জয়ের সময় বয়স ছিল ২৯ বছর। ‘দ্য ব্রুটালিস্ট’ তাকে ২৩ বছর পর আবারও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন এনে দিয়েছে। এবারও জয়ী হলে সেরা অভিনেতা বিভাগে প্রথম দুই মনোনয়নের দুটিতেই অস্কার জয় করা প্রথম ব্যক্তি বনে যাবেন তিনি। বর্তমানে মাত্র সাত জন অভিনয়শিল্পীর ঝুলিতে অস্কারে দুই বা ততোধিক মনোনয়ন থেকে শতভাগ জয়ের হার রয়েছে। তারা হলেন– ব্রিটিশ অভিনেত্রী ভিভিয়েন লেই, আমেরিকান অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক, হেলেন হেইস, আমরিকান অভিনেতা কেভিন স্পেসি, মাহেরশালা আলি, জার্মান অভিনেত্রী লুইজ রাইনার, অস্ট্রিয়ান-জার্মান অভিনেতা ক্রিস্তফ ওয়াল্টজ।
সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার সম্ভাবনা
অ্যাড্রিয়েন ব্রডির সামনে সবচেয়ে বড় হুমকি টিমোথি শ্যালামে! সেরা অভিনেতা বিভাগে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ‘অ্যা কমপ্লিট আননোন’ ছবিতে সংগীতশিল্পী বব ডিলানের ভূমিকায় শ্যালামের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি জিতে গেলে অ্যাড্রিয়েন ব্রডির গড়া সর্বকনিষ্ঠ অস্কার জয়ীর রেকর্ড দখল করে নেবেন। কারণ তাদের বয়সের ব্যবধান ১০ মাসের। এবারের আসরে সেরা চলচ্চিত্র বিভাগে ‘অ্যা কমপ্লিট আননোন’ ছাড়াও টিমোতি শ্যালামে অভিনীত ‘ডুন: পার্ট টু’ মনোনীত হয়েছে।
বেশি মনোনয়ন, কম পুরস্কার
নেটফ্লিক্সের ‘এমিলিয়া পেরেজ’ এবার সর্বাধিক ১৩টি মনোনয়ন পেলেও এক-দুটির বেশি পুরস্কার পাওয়ার সম্ভাবনা কম। স্প্যানিশ ভাষার সংগীতনির্ভর ছবিটির ভাগ্য সাম্প্রতিক সময়ের অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মের সিনেমার মতোই হতে পারে, যেগুলো অস্কারে কমপক্ষে ১০টি মনোনয়ন পেলেও শেষ হাসি হাসতে ব্যর্থ হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় নেটফ্লিক্সের ‘দ্য আইরিশম্যান’ (১০ মনোনয়ন, পুরস্কার শূন্য), ‘ম্যাঙ্ক’ (১০ মনোনয়ন, পুরস্কার ২), ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ (১২ মনোনয়ন, পুরস্কার ১), অ্যাপল টিভি প্লাসের ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ (১০ মনোনয়ন, পুরস্কার শূন্য)। অ্যাপল টিভি প্লাসের ‘কোডা’ স্ট্রিমিং প্ল্যাটফর্মের একমাত্র ছবি হিসেবে অস্কারের সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে। এটি মনোনয়ন পেয়েছিল মাত্র তিনটি।
সুবিধাবঞ্চিত সহশিল্পী!
সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত পাঁচ জনের মধ্যে কিয়েরেন কালকিন ও জেরেমি স্ট্রং এইচবিওর ‘সাকসেশন’ সিরিজের সহশিল্পী। তবে কিয়েরেন কালকিনের ‘অ্যা রিয়েল পেইন’ ও জেরেমি স্ট্রং অভিনীত ‘দি অ্যাপ্রেন্টিস’ এবারের আসরে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পায়নি। সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনীত ইউরা বরিসভ (আনোরা),এডওয়ার্ড নর্টন (অ্যা কমপ্লিট আননৌন) ও গাই পিয়ার্স (দ্য ব্রুটালিস্ট) সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়নপ্রাপ্ত ছবির তারকা। তাদের মধ্যে চার জন প্রথমবার অস্কারে মনোনীত হলেন। কেবল এডওয়ার্ড নর্টনের ঝুলিতে আগের তিনটি মনোনয়ন রয়েছে। সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে কিয়েরেন কালকিন নিরঙ্কুশ ফেভারিট। সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত না হওয়া ছবির মধ্যে সর্বশেষ ২০১২ সালে ‘বিগিনার্স’ ছবির জন্য ক্রিস্টোফার প্লামার সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন।
ভৌতিক ধাঁচের ছবি
‘দ্য সাবস্ট্যান্স’ প্রথম বডি হরর সিনেমা হিসেবে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে। অস্কারের ইতিহাসে এই বিভাগে মনোনয়ন পাওয়া ভৌতিক ধাঁচের ছবির সংখ্যা দাঁড়ালো সাত। আগের ছয়টি চলচ্চিত্র হলো– ‘দি এক্সরসিস্ট’, ‘গেট আউট’, ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’, ‘জজ’, ‘দ্য সিক্সথ সেন্স’ ও ‘ব্ল্যাক সোয়ান’।
বছর ঘুরতেই ফের মনোনয়ন
‘সিং সিং’ তারকা কোলম্যান ডমিঙ্গো সেরা অভিনেতা বিভাগে টানা দ্বিতীয়বার মনোনীত হলেন। গত বছর ‘রাস্টিন’ ছবির সুবাদে এই বিভাগে সর্বশেষ মনোনয়ন পান তিনি। নিঃসন্দেহে দারুণ একটা অর্জন। তবে আমেরিকান অভিনেত্রী বেটি ডেভিস ও ব্রিটিশ অভিনেত্রী গ্রিয়ার গারসনের পাশে নাম লেখাতে তাকে এখনও কিছুটা পথ পাড়ি দিতে হবে। তারা ১৯৩০ ও চল্লিশের দশকে টানা পাঁচটি অস্কার মনোনয়ন পেয়েছিলেন। তাদের পরেই আছেন আমেরিকান অভিনেতা মারলন ব্র্যান্ডো, আল পাচিনো, ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী এলিজাবেথ টেলর, আমেরিকান অভিনেত্রী থেলমা রিটার ও জেনিফার জোন্স। তারা টানা চারবার অস্কারে মনোনয়ন পেয়েছেন। টানা তিনবার মনোনীত হয়েছেন আমেরিকান অভিনেতা গ্রেগরি পেক, ব্র্যাডলি কুপার, জ্যাক নিকোলসন, উইলিয়াম হার্ট, গ্যারি কুপার, স্পেন্সার ট্রেসি, আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ, রেনে জেলওয়েগার, গ্লেন ক্লোজ, জেন ফন্ডা, অস্ট্রেলিয়ান অভিনেতা রাসেল ক্রো, ওয়েলশ অভিনেতা রিচার্ড বার্টন, সুইডিশ অভিনেত্রী ইংরিদ বার্গম্যান, ব্রিটিশ অভিনেত্রী ডেবোরা কার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেই মনোনয়ন!
‘দি অ্যাপ্রেন্টিস’ তারকা সেবাস্তিয়ান স্ট্যানের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চরিত্রে অভিনয়ের জন্য মাত্র সাত জন অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন। রিচার্ড নিক্সন চরিত্রের জন্য আমেরিকান অভিনেতা ফ্র্যাঙ্ক লাঞ্জেলা, জর্জ ডব্লিউ বুশ চরিত্রের সুবাদে আমেরিকান অভিনেতা স্যাম রকওয়েল, উড্রো উইলসন চরিত্রের মাধ্যমে কানাডিয়ান অভিনেতা আলেকজান্ডার নক্স ও হ্যারি ট্রুম্যান চরিত্রের জন্য আমেরিকান অভিনেতা জেমস হুইটমোর মনোনীত হয়েছেন। অন্যদিকে ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস ও কানাডিয়ান অভিনেতা রেমন্ড ম্যাসি উভয়ে আব্রাহাম লিংকনের ভূমিকায় অভিনয়ের সুবাদে অস্কারে মনোনয়ন পান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ওয়েলশ অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স পৃথক দুটি ছবিতে আমেরিকার দুই প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জন কুইন্সি অ্যাডামসের চরিত্রে অভিনয়ের জন্য দু'বার মনোনীত হয়েছেন। অবশ্য তাদের চেয়ে সেবাস্তিয়ান স্ট্যান একটু আলাদা। কারণ তিনি তরুণ বয়সে ট্রাম্পের রিয়েল এস্টেট ধনকুবের হওয়ার সময় ফুটিয়ে তুলেছেন। এর অনেক পরে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন।
নেপথ্যে রবি উইলিয়ামস
ব্রিটিশ গায়ক-সংগীতশিল্পী রবি উইলিয়ামসের বায়োপিক ‘বেটার ম্যান’ সেরা ভিজ্যুয়াল এফেক্টস বিভাগে মনোনীত হয়েছে। তবে মনোনয়ন তালিকায় থাকা আরও দুটি ছবির সঙ্গে তার সংযোগ রয়েছে। ‘এমিলিয়া পেরেজ’ ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে তার গাওয়া ‘সুইং সুপ্রিম’ গানটি ব্যবহার হয়েছে। অন্যদিকে ‘আনোরা’ ছবির শুরুতে একটি নাইটক্লাবে তার সাবেক ব্যান্ড টেক দ্যাটের ‘গ্রেটেস্ট ডে’ গানের রিমিক্স বাজতে শোনা গেছে।
অভিনেতা যখন শুভ লক্ষণ!
‘কনক্লেভ’ ছবির জন্য ব্রিটিশ তারকা র্যালফ ফাইনস শুভ লক্ষণ হতে পারেন! কারণ তিনি “শিন্ডলার'স লিস্ট” ও ‘দ্য ইংলিশ প্যাশেন্ট’ ছবির জন্য ভিন্ন দুটি আসরে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছিলেন। তিনি না জিতলেও অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার বাগিয়ে নিয়েছে তার অভিনীত ছবি দুটি। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে যদি ‘কনক্লেভ’ পুরস্কার পেয়ে যায় তাহলে র্যালফ ফাইনস বিরল রেকর্ড গড়বেন যাকে সেরা চলচ্চিত্র পুরস্কার জয়ী সবচেয়ে বেশি ছবিতে দেখা গেছে। তার অভিনীত ‘দ্য হার্ট লকার’ও অস্কারে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। যদিও তিনি সেই আসরে মনোনয়ন পাননি। ‘কনক্লেভ’ জিতলে সেরা চলচ্চিত্র পুরস্কার জয়ী চার ছবির একমাত্র অভিনেতা হিসেবে বিবেচিত হবেন র্যালফ ফাইনস।
পরিচালকের মনোনয়ন ছাড়াই সেরা চলচ্চিত্র
সেরা পরিচালক বিভাগে এডওয়ার্ড বার্গারের জায়গা না পাওয়ায় ‘কনক্লেভ’-এর সেরা চলচ্চিত্র বিভাগে জয়ের সম্ভাবনা কম। অস্কারের ইতিহাসে কেবল ছয়টি ছবি পরিচালকের মনোনয়ন ছাড়াই সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। এরমধ্যে তিনটি ছবি (আর্গো, কোডা, গ্রিন বুক) গত ১২ বছরে পরিচালক মনোনীত না হওয়ার পরও জয় পেয়েছে। ফলে ‘কনক্লেভ’ ছবির সুযোগ যে একেবারেই নেই তা নয়। প্রশ্ন হলো, এডওয়ার্ড বার্গার কেন মনোনয়ন পাননি? একটি সম্ভাব্য কারণ হতে পারে, এবারের আসরে সেরা পরিচালক বিভাগে মনোনীত সবাই নিজেদের ছবির চিত্রনাট্য একা কিংবা যৌথভাবে লিখেছেন। রবার্ট হ্যারিসের উপন্যাস ‘কনক্লেভ’ থেকে ব্রিটিশ চিত্রনাট্যকার পিটার স্ট্রাউহ্যানের রূপান্তরিত চিত্রনাট্য তৈরি করেছেন।
৮৩ বছরের অক্ষুণ্ন রেকর্ড
সেরা চলচ্চিত্র বিভাগে জিততে হলে ‘উইকেড’কে পাহাড় ডিঙাতে হবে! কারণ ছবিটি সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্য বিভাগে দুটিতে মনোনয়ন পায়নি। ‘উইকেড’ তারকা সিনথিয়া এরিভো সেরা অভিনেত্রী বিভাগে ও আরিয়ানা গ্র্যান্ডে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনীত হলেও কেউই এগিয়ে নেই। পরিচালক, চিত্রনাট্য কিংবা অভিনয় বিভাগগুলোতে কোনও পুরস্কার জয় ছাড়াই অস্কারে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পাওয়া সর্বশেষ ছবি ছিল ১৯৪২ সালে ‘রেবেকা’।
বিড়ালের নাম রাখার হিড়িক!
বন্যায় বেঁচে যাওয়া একটি বিড়ালকে কেন্দ্র করে নির্মিত ‘ফ্লো’ সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে ডার্ক হর্স। বক্স অফিস কাঁপানো ‘ইনসাইড আউট টু’ ও ‘দ্য ওয়াইল্ড রোবট’কে হটিয়ে ৮২তম গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতেছে ছবিটি। সংলাপহীন ‘ফ্লো’র পরিচালক গিন্টস জিলবালোদিস জানিয়েছেন, ছবি নির্মাণের সময় বিড়ালটির নাম ছিল না। তাকে শুধু বিড়াল ডাকা হতো। তিনি শুনেছেন অনেকে ধরে নিয়েছে এর নাম ‘ফ্লো’। কেউ কেউ নিজেদের পোষা বিড়ালের নাম ফ্লো রেখেছে! সেজন্য পরিচালকের অভিমত, অ্যানিমেটেড ছবিটির বিড়ালকে ফ্লো নামে ডাকা যেতে পারে।
১৫ বার খালি হাতে ফেরার পর
সেরা মৌলিক গান বিভাগে এবারের আসরে ‘দ্য সিক্স ট্রিপল এইট’ ছবির ‘দ্য জার্নি’র সুবাদে মনোনয়ন পেয়েছেন আমেরিকান সংগীতশিল্পী ডায়ান ওয়ারেন। এ নিয়ে ১৬ বার মনোনীত হলেন তিনি। আগের ১৫ বারই তাকে ফিরতে হয়েছে খালি হাতে। আবারও এর পুনরাবৃত্তির সম্ভাবনা ছিল। কিন্তু স্প্যানিশ ট্রান্সজেন্ডার অভিনেত্রী কার্লা সোফিয়া গাসকোনের পুরোনো টুইটকে কেন্দ্র করে ‘এমিলিয়া পেরেজ’ ক্ষতিগ্রস্ত হওয়ায় ডায়ান ওয়ারেনের সম্ভাবনা বেড়েছে। অবশেষে কি তার হাতে উঠবে অস্কার? আশা তো তিনি করতেই পারেন।