X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আসিয়ান সম্মেলনে দুয়ার্তের মন্তব্যের প্রভাব পড়ার আশঙ্কা

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৩

আসিয়ান সম্মেলনে দুয়ার্তের মন্তব্যের প্রভাব পড়ার আশঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মার উদ্দেশে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে যে যৌন ও বিদ্বেষী মন্তব্য করেছেন, চলমান আসিয়ান সম্মেলনে তার প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সেই শঙ্কার কথা উঠে এসেছে।

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপগুলোর বিতর্কিত মালিকানা নিয়ে দুই দেশের বন্দুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে রয়টার্সের খবর থেকে জানা গেছে, বিতর্কিত সেই সাগরের মালিকানা নিয়ে এই সম্মেলনে তাদের যে যৌথ ভূমিকা নেওয়ার কথা ছিল তা শঙ্কার মধ্যে পড়েছে।

উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) লাওসে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে দুয়ার্তের সঙ্গে বৈঠকের কথা ছিল ওবামার। বৈঠকের আগে ওবামা জানিয়েছিলেন,  দুয়ের্তের সঙ্গে আলোচনায় তিনি ফিলিপাইনে মাদক বিষয়ক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি তুলবেন। এর প্রতিক্রিয়ায় সোমবার ওবামাকে মা তুলে গালি দিয়ে বিদ্বেষমূলক মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করেন দুয়ার্তে।

দুয়ার্তের এই মন্তব্যের প্রেক্ষিতে তাকে ‘রঙিন মানুষ’ বলে অভিহিত করে এই বৈঠকের আদৌ প্রয়োজন আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ওবামা। তিনি বলেছিলেন, ‘আমি সবসময়ই এমন বৈঠক করতে চাই যা ফলপ্রসূ হবে এবং যেখান থেকে আমরা কিছু একটা করে উঠতে পারবো।’ ওবামার এ মন্তব্যের পর সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুয়ার্তের সঙ্গে বৈঠক বাতিল করা হয়। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সম্পর্ক নিয়ে তৈরী হয় অস্থিরতা। সেই অস্থিরতার প্রেক্ষিতে লাওসে আসিয়ান ও ইস্ট এশিয়া সম্মেলনে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বহুদিন থেকেই দ্বন্দ্ব চলছে কয়েকটি দেশের মধ্যে। জাহাজ চলাচলের বাণিজ্যিক রুট ও খনিজসম্পদে ভরপুর দক্ষিণ চীন সাগরের বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন। তার বিপরীতে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান এবং ভিয়েতনামেরও রয়েছে নিজের নিজের দাবি। দাবি অুনযায়ী ফিলিপাইনের উপকূলবর্তী স্কারবুরাফ শোয়লে কৃত্রিম দ্বীপ নির্মাণ করেছে চীন।  সেখানে সেনাঘাঁটি বানাতে যাচ্ছে তারা।

তবে এ দ্বীপের মালিকানার আরেক দাবিদার ফিলিপাইন। তাদের সীমান্ত থেকে মাত্র ২৩০ কিলোমিটার (১৪০ মাইল) দূরবর্তী এই দ্বীপ। তারপরও তাদের দাবি মানতে চায়নি চীন। দাবি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে জুলাই মাসে হেগের আন্তর্জাতিক আদালতে মামলা করে ম্যানিলা। ফিলিপাইনের অভিযোগের ভিত্তিতে হেগের এক আদালত থেকে এ বিষয়ে নির্দেশ জারি করা হলেও সেই নির্দেশ মানতে অস্বীকৃতি জানায় চীন। তবে পরাশক্তি চীনের বিরুদ্ধে রায় কার্যকর করা সম্ভব হয়নি তাদের পক্ষে।

এশিয়ায় তাদের ভূ-রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে দক্ষিণ চীন সাগরের  প্রভাব রয়েছে। বিতর্কিত এই দ্বীপের মালিকানার প্রশ্নে তাই বহুদিন থেকেই জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। তাদের অবস্থান চীনবিরোধী। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন সমুদ্র সীমায় সেনা মোতায়েন করে বৈশ্বিক বাজারে আমদানি রফতানির পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র অকারণেই এই ইস্যুতে অস্থিরতা তৈরি করছে।

চীনের সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে দ্বন্দ্বে স্বভাবতই যুক্তরাষ্ট্র-ফিলিপাইন একাত্ম অবস্থান নেয়। গত মাসে  দুয়ের্তে জানিয়েছিলেন, আসিয়ান সদস্য রাষ্ট্রগুলো ওই সালিশ আদালতের রায় প্রসঙ্গটি লাওসের সম্মেলনে উত্থাপন করবে বলে আশাবাদী তিনি। তবে ওবামার সঙ্গে দ্বন্দ্বের পর তার এই আশাবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

উল্লেখ্য, ফিলিপাইন একসময় যুক্তরাষ্ট্রের কলোনি ছিলো। 

সূত্র: রয়টার্স

/ইউআর/বিএ/ 

 

সম্পর্কিত
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
সর্বশেষ খবর
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি