X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয় কয়লা রফতানির আলোচনা

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:০০
image

অনিল স্বরূপ ভারত থেকে কয়লা রফতানির ব্যাপারে দেশটির বৃহত্তর কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) বাংলাদেশ সরকারের সঙ্গে সঙ্গে ‘গভীর আলোচনা’ চালাচ্ছে বলে জানিয়েছেন কয়লাবিষয়ক সচিব অনিল স্বরূপ। মঙ্গলবার তিনি এ কথা জানান বলে খবর প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
মঙ্গলবার দিল্লিতে কয়লাবিষয়ক এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের অনিল স্বরূপ বলেন, ‘কয়লা রফতানির ব্যাপারে বাংলাদেশের সঙ্গে গভীরভাবে আলোচনা করছে সিআইএল।’
অনিল জানান, তার দেশে কয়লার চাহিদা কমে যাওয়া এবং নতুন করে ৮০ মিলিয়ন টন কয়লা উত্তোলন হওয়ার কারণে কয়লার মজুদ বেড়ে গেছে। কয়লাবিষয়ক সচিব বলেন, ‘তারা (সিআইএল) কোথায় কয়লা মজুদ করবে। আমাদের ৮০ মিলিয়ন টনেরও বেশি কয়লা মজুদ রয়েছে। আমাদের সবমিলে ৫০০ মিলিয়ন টন উৎপাদন রয়েছে। আর ৮০ মিলিয়ন টন মজুদ রয়েছে। আগে এগুলো সামলাতে হবে। তারপর সিআইএল নতুন উৎপাদনের দিকে মনযোগ দিতে পারবে। আরেকটি কারণ হলো, আগস্টে অস্বাভাবিক রকমের বৃষ্টিপাত হয়েছে। সেকারণে কয়লা উত্তোলনের ক্ষেত্রে প্রভাব পড়েছে।’
ভারতীয় রফতানির ফলে কোল ইন্ডিয়ার বিক্রি যেমন বাড়বে, তেমনি তা বাংলাদেশের রামপালে নির্মিতব্য ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন অনিল স্বরূপ। গত জুলাইয়ে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি সই হয়।

কয়লা খনিতে কাজ করছেন শ্রমিকরা

ভারতে কয়লার চাহিদা কমে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে অনিল স্বরূপ বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে তার সরকার পরিকল্পনা করছে না। তার সরকার ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছে। অনিল বলেন, ‘আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো ৬২ শতাংশের একটি প্ল্যান্ট লোড ফ্যাক্টর (পিএলএফ) নিয়ে কাজ করছে। এ পিএলএফ ভবিষ্যতে ৭০ শতাংশ হবে বলে আমরা বিশ্বাস করি। আর তখন আমাদের কয়লার চাহিদা বাড়বে। অতিরিক্ত ধারণ কিংবা মজুদের ক্ষমতাও যুক্ত হবে। সুতরাং কয়লা উৎপাদন কমিয়ে আনার কোনও যুক্তি নেই। উৎপাদন কমানোর পর ভবিষ্যতে যদি চাহিদা বেড়ে যায় তখন আমরা কী করব।’

অনিল স্বরূপ জানান, একশো কোটি টন কয়লা উৎপাদনের লক্ষ্য পূরণে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সরকার এ লক্ষ্য থেকে সরে আসেনি। ২-৩ বছর পর এ নিয়ে পর্যালোচনা হবে বলেও জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে ৫৯৮ মিলিয়ন টন কয়লা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত সরকার। আর ২০২০ সাল নাগাদ উৎপাদনের পরিমাণ দ্বিগুণ করে একশো কোটি টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইকোনমিক টাইমস, বিজনেস স্ট্যান্ডার্ড

/এফইউ/

আপ - /এসএ/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী